X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দু’বার এগিয়ে গিয়েও মোহামেডান মাঠ ছাড়লো ড্র নিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ‍দু-দুবার এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি ঐতিহ্যবাহী মোহামেডান। পিছিয়ে পড়ে শেখ জামাল দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে। তবে ফেডারেশন কাপে শেখ জামালের সঙ্গে ২-২ গোলে ড্র করে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে সাদা-কালোরা।

‘এ’ গ্রুপ থেকে মোহামেডান তিন ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে। শেখ জামাল সমান ম্যাচে চার পয়েন্ট পেয়ে এখনও নক আউট পর্বের আশা টিকিয়ে রেখেছে।

আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় মোহামেডানের প্রধান অস্ত্র মালির সুলেমানে দিয়াবাতে একাদশে ছিলেন না। আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচে তারপরেও ধার কম ছিল না তাদের। ম্যাচ ঘড়ির ২৮ মিনিটে শফিকুল ইসলাম মানিকের দল এগিয়ে গেছে। সতীর্থের পাসে আরিফ হোসেন বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দুরুহ কোণ থেকে গোলকিপারের ওপর দিয়ে বল জড়িয়েছেন জালে। এক ডিফেন্ডার আরিফের সঙ্গে সেঁটে থাকলেও কিছুই করতে পারেননি।

বিরতির ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে শেখ জামাল। ৪৫ মিনিটে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে কর্নেলিয়াস স্টুয়ার্ট বক্সের বাইরে থেকে গোলকিপারকে পরাস্ত করেছেন। বিরতির পর খেলা আরও জমে ওঠে ৭১ মিনিটে মোহামেডান স্কোরলাইন ২-১ করলে। গোলকিপার রাসেল মাহমুদ লিটন জায়গা থেকে বেরিয়ে এসে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি। তিনি জায়গায় পৌঁছানোর আগেই মোহাম্মদ আসিফ ৩০ গজ দূর থেকে লক্ষ্যে বল রেখে দলকে এগিয়ে দিয়েছেন।

৫ মিনিট পর অবশ্য স্কোরলাইন ২-২ করে মোহামেডানকে স্তব্ধ করে দেয় শেখ জামাল। তাতে নিশ্চিত হয় তাদের মূল্যবান একটি পয়েন্টও। সুলায়মান সিল্লাহ বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেছেন। গোলকিপার বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি।

দিনের আরেক ম্যাচে আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে ২-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডের টিকিট পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। পুরনো ঢাকার ক্লাবটি তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?