X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মক্কার মাঠে জ্বলে উঠলেন রোনালদো, একাই করলেন ৪ গোল

খেলা ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৬

ফুটবল বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ। অন্যদিকে বেড়ে চলা বয়স এবং সৌদি আরবের ক্লাব আল-নাসরের যোগদান যেন ফুটবলের অন্যতম মহারাজা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের সূর্যাস্তের বার্তা দিচ্ছিলো। চারদিকে যখন ৮০০ শতাধিকের বেশি গোল করা এই পর্তুগিজ তারকার ফুরিয়ে যাওয়ার ডামাডোল বাজছে ঠিক তখনই সমালোচনার জবাব পা দিয়ে দিয়েছেন রোনালদো।

সৌদি প্রিমিয়ার লিগে আজ আল-ওহদার বিপক্ষে একাই চার গোল করেছেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে আল-নাসর উঠে এসেছে পয়েন্ট টেবিলের এক নম্বরে। সৌদির ক্লাবটিতে যোগ দেওয়ার পর মেসি, নেইমার, এমবাপ্পেদের বিপক্ষে রিয়াদ একাদশের হয়ে প্রীতি ম্যাচে জোড়া গোল দিয়ে সৌদি আরবের ফুটবলে যাত্রা শুরু হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। কিন্তু দেশটির প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে রোনালদোর অভিষেকটা ভালো হয়নি। সৌদি প্রো লিগে নিজের প্রথম ম্যাচে গোল পাননি। এরপর গোল করতে ব্যর্থ হন সুপার কাপের সেমিফাইনালেও। সেই ম্যাচে আল-ইত্তিহাদের কাছে তার দলও যায় হেরে।

তবে প্রিমিয়ার লিগে আজ মাঠে নেমেই চার গোল করে প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছেন পর্তুগিজ তারকা। আর এতেই সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন তিনি। মক্কার কিং আব্দুল আজিজ স্টেডিয়ামে আজকের ম্যাচের শুরুটা কিছুটা নড়বড়ে হয়েছিল রোনালদোর। কিন্তু ২১ মিনিটেই স্বরূপে ফেরেন। তার বাঁ পায়ে নেওয়া শটটি জালে জড়ানোর পরই সতীর্থদের নিয়ে উল্লাসে মেতে ওঠেন।

৪০ মিনিটে ফের রোনালদো ঝড়। এবার ডান পায়ে বল জালে জড়ান। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তার দল। দ্বিতীয়ার্ধে গোল পেতে সময় নিয়েছেন মাত্র আট মিনিট। ৫৩ মিনিটে পাওয়া পেনাল্টিতে হ্যাটট্রিক করেন এই তারকা ফুটবলার। ৬১ মিনিটে ডান পায়ে চতুর্থ গোলটি করেন। তার করা চার গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল-নাসর। এই জয়ের মধ্য দিয়ে সৌদি প্রিমিয়ার লিগের টেবিলের এক নম্বরে উঠে এসেছে দলটি। এক ম্যাচ বেশি খেলে সমান ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে আল-শাবাব।

যদিও রোনালদো এক ম্যাচের চার গোল করার কীর্তি এটিই প্রথম নয়। এর আগে আট ম্যাচে চার গোল করে পেয়েছে এই তারকা। এ ছাড়া দুটি ম্যাচে পাঁচ গোল করে করার রেকর্ডও আছে তার।

/এফআর/
সম্পর্কিত
রোনালদোকে লাল কার্ড দেওয়া ছিল ভুল: নাসর কোচ
রোনালদোর ৬৪তম হ্যাটট্রিকে আল নাসরের সহজ জয়
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা