X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রেকর্ডের ম্যাচে রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয়

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ০৪:৪২আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৫:০৯

কাতার বিশ্বকাপের নকআউটে ফার্নান্দো সান্তোসের দলে উপেক্ষিত হওয়ার পর মাঠে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোল করা ফরোয়ার্ড এবার সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়লেন। এই রেকর্ডের ম্যাচকে তিনি স্মরণীয় করলেন জোড়া গোল করে। বৃহস্পতিবার ইউরো বাছাইয়ে জে গ্রুপের প্রথম ম্যাচে পর্তুগাল ৪-০ গোলে হারালো লিখটেনস্টেইনকে।

আন্তর্জাতিক ফুটবলে এদিন ১৯৭তম ম্যাচ খেলতে নেমেছিলেন রোনালদো। সবচেয়ে বেশি খেলার রেকর্ডে কুয়েতের বাদের আল-মুতাওয়াকে পেছনে ফেলেন তিনি।

৫১তম মিনিটের পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। লিখটেনস্টেইনের বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবার জাল কাঁপান সিআরসেভেন। চতুর্থ গোলটি করেন ট্রেডমার্ক ফ্রি কিকে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শটে সফরকারী গোলকিপার বেঞ্জামিন বুখেলের হাত ছুঁয়ে বল জালে জড়ায়।

হোসে আলভালাদে স্টেডিয়ামে স্বাগতিকরা এগিয়ে যায় জোয়াও কানসেলোর গোলে। অষ্টম মিনিটে তার দূরপাল্লার ভলি প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে লক্ষ্যভেদ হয়। প্রথমার্ধে ওই একটি গোল পায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধের ৭০ সেকেন্ডের মাথায় গোলমুখে এগোতে থাকা কানসেলো বাধাপ্রাপ্ত হলে আলগা বলে ২-০ করেন বার্নার্ডো সিলভা।

গত মাসে ৩৮তম জন্মদিন পালন করা রোনালদো এরপর পেনাল্টি থেকে দলের তৃতীয় গোল করেন। কানসেলো বক্সের মধ্যে ফাউল হলে জালে বল পাঠান তিনি। ৬৩ মিনিটে ফ্রি কিক থেকে আন্তর্জাতিক ফুটবলে ১২০তম গোল করেন। এটি ছিল তার ক্যারিয়ারের ৬০তম ও টানা দ্বিতীয় ফ্রি কিক গোল। এর আগে আল নাসরের হয়ে সবশেষ ম্যাচে ফ্রি কিক থেকে জালের দেখা পান তিনি।

তাতে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে একশ গোলের মালিক হন রোনালদো। ২০০৪ সাল থেকে প্রতি বছর দলের হয়ে গোল করলেন সিআরসেভেন। এই বছর ১১ ম্যাচে ১১ গোলে বুঝিয়ে দিলেন, ফুরিয়ে যাননি তিনি।

পর্তুগাল অধিনায়ক হ্যাটট্রিক করতে পারতেন। তার একটি হেড গোলবারের পাশ দিয়ে যায়। ৭৮তম মিনিটে রোনালদোকে তুলে নেন রবার্তো মার্তিনেজ।

ম্যাচ শেষে রোনালদো বলেছেন, ‘আমি রেকর্ডের পিছে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে।’

গত বিশ্বকাপে পর্তুগালের শেষ দুটি ম্যাচে তৎকালীন কোচ সান্তোস রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখেন। মরক্কোর কাছে হেরে কোয়ার্টার ফাইনালে শেষ হয় তাদের বিশ্বকাপ। বেলজিয়ামের সাবেক কোচ মার্তিনেজ কোচের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম ম্যাচেই রোনালদোকে দলে ফেরান। দল ঘোষণার পর তিনি বলেন, ‘আমি বয়সের দিকে তাকাই না, অভিজ্ঞতাকে প্রাধান্য দেই।’ তাকে হতাশ করেননি রোনালদো, প্রথম ম্যাচে জোড়া গোল করে দিলেন প্রতিদান।

/এফএইচএম/
সম্পর্কিত
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
রোনালদোর ৫০তম গোলে জয়ে ফিরলো আল নাসর
টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে আল নাসর
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!