X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

অপেক্ষার প্রহর বুঝি শেষ হচ্ছে বাংলাদেশি কিংসলের

তানজীম আহমেদ, সিলেট থেকে
২৪ মার্চ ২০২৩, ১২:৫৪আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৩:০৪

২০২১ সালের ১৪ মার্চ বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছিলেন এলিটা কিংসলে। নাগরিকত্ব পেয়ে তখন থেকেই স্বপ্ন দেখছিলেন লাল-সবুজ জার্সি গায়ে একসময় মাঠ মাতাবেন। কিন্তু তার সেই স্বপ্ন ফিঁকে হয়ে যায় মালদ্বীপ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই। প্রাথমিকভাবে বাংলাদেশ দলে ডাক পেলেও চূড়ান্ত  পর্বের দলে  আর জায়গা হয়নি। সেই খবর জানার পর  বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের পর কিংসলের সেই বিষণ্ন চেহারার দৃশ্য এখনও যে চোখে ভাসে। স্বপ্ন ভাঙে, আবার নতুন করে গড়েও। সেশেলসের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের দলে আছেন ৩৩ বছর বয়সী নাইজেরিয়ান বংশোদ্ভুত স্ট্রাইকার। সবকিছু ঠিক থাকলে এবার আর পেছনে ফিরে তাকানোর সুযোগ কম। লাল-সবুজ জার্সি গায়ে অভিষেক হওয়ার অপেক্ষায় আবাহনী লিমিটেডের স্ট্রাইকার।

আগে থেকে ইঙ্গিত মিলেছে, কিংসলেকে খেলানোর জন্য বাফুফে সর্বোচ্চ চেষ্টা চালাবে। প্রতিপক্ষ দল যদি কোনও ওজর-আপত্তি জানায় তার জবাব দিতেও প্রস্তুত দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। নিজের খেলার পথ পরিষ্কার জেনে হয়তো কিংসলে আরও আত্মবিশ্বাসী। অনুশীলনে সর্বোচ্চটা দিয়ে মূল দলে জায়গা করে নেওয়ার আপ্রাণ চেষ্টা।

সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে দীর্ঘদেহী স্ট্রাইকার বাংলা ট্রিবিউনের কাছে বাংলাদেশ দলে খেলার অধীর আগ্রহের কথা নতুন করে জানিয়ে দিলেন, ‘আমি অধীর অপেক্ষায় আছি। বাংলাদেশ দলের হয়ে খেলবো। লাল সবুজ জার্সি গায়ে মাঠে নামবো। এই দিনটির জন্যই এতদিনের সাধনা। শুধু আমি নই, আমার স্ত্রী ও বাচ্চারা অপেক্ষায় আছে। অনেক রোমাঞ্চিত।’

নাইজেরিয়ার নাগরিকত্ব ছেড়েছেন কিংসলে। তবে নাড়ির টান ভুলে যাননি। নিয়মিত যোগাযোগ তো আছেই। মা ও ভাই-বোনরা কিংসলের খবরও রাখেন। বাংলাদেশ দলে তার অভিষেক প্রসঙ্গ নিয়ে তাদেরও আগ্রহ কম নয়। কিংসলে যেমন বলেছেন, ‘নাইজেরিয়াতে আমার মা ও ভাই বোনরাও অপেক্ষায় আছে। ওরাও চায় আমি বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামি। যদি আমি খেলার সুযোগ পাই তাহলে ওরা টিভিতে খেলা দেখবে। ওদের আগ্রহ-উদ্দীপনা কেমন বলে বোঝানো যাবে না।’

বছর দুয়েক আগে মালদ্বীপের সাফে খেলা হয়নি। সেসময় তাকে নিয়ে কোনও ঝুঁকিতে যায়নি বাফুফে। এবার আগের জায়গাতে নেই টিম ম্যানেজমেন্ট। তাই কিংসলে বলেছেন, ‘এর আগে ডাক পেয়েও খেলতে পারিনি। খারাপ লেগেছিল। আমি  একজন বাংলাদেশি। এই দেশের হয়ে কিছু করে দেখাতে পারলে অনেক ভালো লাগবে। এবার মাঠে নামার অপেক্ষায় আছি।’

আর একাদশে সুযোগ পেলে নিজের কাজটি সুনিপুণভাবে করে দেখাতে চান। প্রিমিয়ার লিগে ৭ গোলের অধিকারী কিংসলের প্রত্যাশা, ‘অনুশীলনে শুরু থেকে সবাই আমাকে আগের মতো আপন করে নিয়েছে। এখন সিলেটে খেলার সুযোগ পেলে গোলও করার চেষ্টা করবো। বাংলাদেশ দলে স্ট্রাইকারদের পায়ে গোলখরা চলছে। সেটা অন্তত এবার ভুলিয়ে দিতে চাই। এরই সঙ্গে ভালো ফুটবলও উপহার দেবো। যেন সিলেটের মানুষ মনে রাখে।’

হাভিয়ের কাবরেরার রাডারে নম্বর নাইন পজিশনে কিংসলে, সুমন রেজা ও আমিনুর রহমান সজীব আছেন। তিনজনকে অনুশীলনে পরখ করে নিচ্ছেন। হয়তো ভাগ্য সুপ্রসন্ন হলে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৯৯তম স্থানে থাকা সেশেলসের বিপক্ষে প্রথম ম্যাচেই অভিষেক হতে পারে নাইজেরিয়ান বংশোদ্ভুত প্রথম বাংলাদেশি ফুটবলারের!

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
নিহত পাইলটের লাশ হস্তান্তর, থানায় মামলা
নিহত পাইলটের লাশ হস্তান্তর, থানায় মামলা
ঘটনার তদন্তে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হলেন পুলিশ কর্মকর্তা
ঘটনার তদন্তে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হলেন পুলিশ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন