X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

এএফসি কাপ খেলতে শনিবার সিঙ্গাপুর যাচ্ছে শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩০

এএফসি কাপের চূড়ান্ত পর্বে খেলতে আগামীকাল শনিবার সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শনিবার দুপুর আড়াইটায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রথম সারির ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের পরের বা দ্বিতীয় স্তরের টুর্নামেন্টটি খেলতে ঢাকা ছাড়বেন শেখ জামাল ফুটবল দল। শফিকুল ইসলাম মানিক
এর আগে আজ বিকেলে ক্লাব মাঠে মৌসুমের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতার শেষ প্রস্তুতিটি সেরে নিল শেখ জামাল। দলের নতুন কোচ শফিকুল ইসলাম মানিক জানিয়েছেন, জয়ের প্রত্যাশা নিয়েই সিঙ্গাপুর যাচ্ছেন তারা।

প্রতিপক্ষ গতবারের এস-লিগ চ্যাম্পিয়ন ট্যাম্পাইন রোভার্সের বিষয়ে খুব বেশি জানেন না মানিক। কালই সিঙ্গাপুরে উড়াল দেওয়ার কথা ছিল তার। যাতে করে তিনি আজ সন্ধ্যায় প্রতিপক্ষের একটি ম্যাচ দেখতে পারেন। কিন্তু বিভিন্ন জটিলতায় যেতে পারেননি।

মানিক বাংলা ট্রিবিউনকে বলেন, 'খুব বেশি কিছু যে জানি তা কিন্তু নয়, যেটুকু জানি তা হলো গতবারের চ্যাম্পিয়ন তারা। তবে এবার আছে পঞ্চম স্থানে, তাদের রয়েছে গতবারের শীর্ষ গোলদাতাদের একজন। আমি আজই পুরো দলকে নিয়ে অনুশীলন করলাম। সময় কম পেয়েছি। দলের মধ্যে বোঝাপড়ার একটু অভাব রয়েছে। আমার বিশ্বাস শেখ জামালের যতটুক যোগ্যতা, তা যদি পুরোপুরি মাঠে বাস্তবায়ন করা যায় তবে আমরা জয়ী হবো।'

সুইডেন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার জোসেফ নূর রহমান ও আরেক প্রবাসী খেলোয়াড় জামাল ভূঁইয়া মাঝমাঠে পাশাপাশি খেলবেন। এখনও পুরোপুরি ফিট নন ক্যামেরুন বংশোদ্ভূত ভিয়েতনামি মিডফিল্ডার এনগুয়েন বেন। তবে আক্রমণে গতবারের তিন অ্যাটাকার নাইজেরিয়ান এমেকা, হাইতিয়ান ওয়েডসন ও গাম্বিয়ান ল্যান্ডিং ডারবো আছেন। মাঠে অধিনায়কত্ব করবেন ওয়েডসন।

শেখ জামালের দল নেতা জাতীয় দলের সাবেক উইঙ্গার আশরাফউদ্দিন আহমেদ চুন্নুও দল নিয়ে আশাবাদী। তবে তার ক্ষোভ ফুটবল ফেডারেশনের ওপর। তিনি বলেন, 'আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য প্রস্ততি নিচ্ছিলাম, আমাদের খেলোয়াড়দের বিভিন্ন ক্লাবে বণ্টন করেছে বাফুফে। আমাদের সেরা খেলোয়াড়রা যদি থাকতো তবে বলতে পারতাম দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে শেখ জামাল। এখন যে দল আছে তা নিয়েই আমরা লড়বো। ফল খারাপ হবে না বলেই আমি বিশ্বাস করি।'

ট্যাম্পাইন রোভার্সের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।

সিঙ্গাপুরগামী শেখ জামাল স্কোয়াড: সোহেল, হিমেল, মোশতাক (গোলরক্ষক) ইয়াসিন, ইয়ামিন মুন্না, তপু বর্মন, লিঙ্কন, কেস্ট, রাকিন, (ডিফেন্ডার), জামাল ভুঁইয়া, জোসেফ নূর, জাহেদ পারভেজ, সোহেল রানা, এনগুয়েন বেন (মিডফিল্ডার), ওয়েডসন, এমেকা, ল্যান্ডিং ও এনামুল।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন
টিসিবির ভুয়া কার্ড বাতিল করা হবে: খাদ্য উপদেষ্টা
টিসিবির ভুয়া কার্ড বাতিল করা হবে: খাদ্য উপদেষ্টা
সদ্য নির্মিত সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো শ্রমিকের
সদ্য নির্মিত সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো শ্রমিকের
প্রকৌশলী তুহিনের মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
প্রকৌশলী তুহিনের মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার