X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রদ্রিগোর জোড়া গোলে চেলসিকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৩, ০২:৫৫আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৪:২১

প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও চেলসির বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেললো রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিকদের ২-০ গোলে হারালো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় সেরা চারে মাদ্রিদ ক্লাব।

রিয়ালের টানা দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের মিশন অব্যাহত থাকলো। অন্যদিকে অন্তর্বর্তীকালীন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে চার ম্যাচের সবগুলো হেরে গেলো চেলসি।

কুকুরেল্লা ও কাঁতে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ানোর সেরা সুযোগ নষ্ট করেন। কিন্তু ভিনিসিউসের কাটব্যাক থেকে রদ্রিগোর গোলের পর সাড়া দিতে পারেনি চেলসি। পরে ভালভার্দের অ্যাসিস্টে আরেকটি গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি কিংবা বায়ার্ন মিউনিখ। পেপ গার্দিওলার দল প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে।

ঘরের মাঠে প্রথম ৪৫ মিনিট আধিপত্য দেখায় চেলসি। কুকুরেল্লার প্রচেষ্টা থিবো কোর্তোয়া রুখে দিলে গোলশূন্য বিরতি নিশ্চিত করে রিয়াল। কিন্তু দ্বিতীয়ার্ধে রদ্রিগোর গোলের পর স্বাগতিকদের ম্যাচে ফেরার সব আশা ভেস্তে যায়।

৫৮ মিনিটে রদ্রিগো প্রথম গোলের পর খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করেন। তাকে হ্যাটট্রিকের সুযোগ দেননি কোচ কার্লো আনচেলত্তি। ৮২ মিনিটে আসেনসিওর বদলি হিসেবে তাকে উঠিয়ে নেন। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উচ্ছ্বসিত, ‘আমি জানি না কীভাবে এটা বর্ণনা করবো। আমি সবসময় বলি আমার জন্য এটা খুব বিশেষ প্রতিযোগিতা, যখনই আমি খেলি, দলকে সাহায্য করতে চাই। আমি খুশি এবং আশা করি এভাবে এগিয়ে যাবো, আরও বেশি গোল করবো, অ্যাসিস্ট করবো এবং আবার চ্যাম্পিয়নস লিগ জিতবো।’

সাত মৌসুমে দ্বিতীয়বার চেলসি কোনও ট্রফি ছাড়া শেষ করতে যাচ্ছে। নতুন খেলোয়াড়দের পেছনে ৫০ কোটি পাউন্ড খরচ করেও ব্যর্থতার মুখ দেখতে হলো ব্লুদের। অন্যদিকে ১৪ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল শিরোপা ধরে রাখার মিশনে টিকে থাকলো। কার্লো আনচেলত্তির চোখ এখন পঞ্চম চ্যাম্পিয়নস লিগ ট্রফির দিকে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা