রদ্রিগো পেনাল্টি মিস করেছিলেন। কিন্তু নিউ সাইনিং জুড বেলিংহাম তো আছেন! স্প্যানিশ জায়ান্টদের আক্রমণের অন্যতম অস্ত্রতে পরিণত এই তারকা আবারও প্রমাণ করলেন নিজের শ্রেষ্ঠত্ব। দ্বিতীয়ার্ধে তার করা গোলে লা লিগায় সেল্টা ভিগোকে ১-০ তে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে লিগে তিন ম্যাচে চারটি গোল করে জয়ে অবদান রাখলেন বেলিংহাম।
খেলা শুরুর ১৫ মিনিটের মধ্যেই অবশ্য ধাক্কা খেয়েছে লস ব্লাঙ্কোস। পায়ের ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস। গত মৌসুমে ২৮টি গোল করা এই লেফট উইঙ্গারের এটাই প্রথম পেশির ইনজুরি। বিরতির আগে সেল্টা ভিগোকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ইনজুরিতে বদলি নামাতে বাধ্য হয় তারা।
ঘটনাবহুল ম্যাচটায় শুরুতে গোল হজম করেছিল রিয়াল। সেল্টা ভেবেছিল তারা অগ্রগামিতা পেয়ে গেছে। কিন্তু ভার রিভিউর পর দেখা গেলো গোলকিপার কেপা আরিজাবালা ফাউলের শিকার হওয়ায় বাতিল হয়ে গেছে লারসেনের প্রচেষ্টা।
বিরতির পর ৬৮ মিনিটে সুর্বণ সুযোগটি মিস করেন রদ্রিগো। পেনাল্টি থেকে শট নিলেও সেটি রুখে দেন সেল্টা গোলকিপার। ভাগ্য ভালো ১০ মিনিট পর ত্রাতা হয়ে আসেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম। কর্নার থেকে পাওয়া বলে হেড করে একমাত্র গোলটি করেন তিনি।
তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলার পর অবশেষে পরবর্তী শনিবার ঘরের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে সংস্কার কাজ শেষ হয়ে গেছে। সেখানে তাদের প্রতিপক্ষ গেতাফে।