শেষ মুহূর্তে ভিসা মিললেও এএফসি কাপ খেলতে বসুন্ধরা কিংসের ভারতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ২৪ অক্টোবর ভুবেনশ্বরে মোহনবাগানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ভারতীয় হাই কমিশন আজ রবিবার রাত আটটার দিকে ভিসা দিয়েছে বসুন্ধরাকে। এদিন কলকাতার উদ্দেশে ঢাকা থেকে সব ফ্লাইট আগেই ছেড়ে যাওয়ায় আজ আর দেশ ছাড়া হয়নি। তবে কাল সকালে টিম কন্টিনজেন্টের সবাই একসঙ্গে যেতে পারবেন কিনা সেই নিশ্চয়তা নেই। আবার কলকাতা থেকে ভুবনেশ্বরের টিকিটেরও একই অবস্থা।
বাংলাদেশের ক্লাবটি শেষ পর্যন্ত এই পরিস্থিতি জানিয়ে আগেই চিঠি দিয়েছে এএফসির কাছে। সেখানে এটাও জানিয়েছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) যদি টিকিটের ব্যবস্থা করে বসুন্ধরার খেলোয়াড়দের ভুবনেশ্বরে নিতে পারে, তবেই তারা মোহনবাগানের বিপক্ষে ম্যাচটিতে অংশ নিতে পারবে, অন্যথায় নয়।
বসুন্ধরার সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখন ভিসা পেলেও একসঙ্গে সবাই কীভাবে যাবো! কলকাতায় না হয় একাধিক ফ্লাইটে গেলাম। ভুবনেশ্বরে কীভাবে কী হবে বুঝতে পারছি না। আসলে এভাবে খেলা কঠিন। মঙ্গলবার ম্যাচ। আমরা এখনও জানি না কীভাবে ভারতের ভুবনেশ্বরে যাবো। ভবিষ্যতে এ নিয়ে আমরা আরও কঠোর অবস্থানে যাবো।’