X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

তাজকে নিয়ে সাদের বড় স্বপ্ন

তানজীম আহমেদ
২০ জানুয়ারি ২০২৪, ১৮:৪৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৮:৫৮

বাবা জমির উদ্দিন ও মা রিনা বেগমের পাঁচ সন্তান। এর মধ্যে দুই সন্তান প্রিমিয়ার লিগে খেলছেন। অন্যজন সিলেটে স্থানীয় ফুটবল একাডেমিতে তালিম নিচ্ছেন। সাদ উদ্দিন আগেই জাতীয় দলে স্থান করে নিয়েছেন। রক্ষণে হাভিয়ের কাবরেরার অন্যতম ভরসা।  বড় ভাই সাদের মতো ছোট জন তাজ উদ্দিন এখনও লাল-সবুজ দলে ডাক পাননি। তবে আশায় আছেন, একসময় বড় ভাইয়ের সতীর্থ হবেন। একসঙ্গে দুজনে মাঠ মাতাবেন। ছোট ভাই তাজকে নিয়ে বড় স্বপ্ন সাদের।

শুক্রবার বসুন্ধরা কিংস ও শেখ জামাল মুখোমুখি হয়েছিল। সেখানে দুই ভাই ছিলেন প্রতিদ্বন্দ্বী। জয় হয়েছে বড় ভাইয়ের দলের। সাদ ২০১৫ সালে সাফ অনূর্ধ-১৫ দলের চ্যাম্পিয়ন সদস্য। এরপর থেকে আবাহনীতে দীর্ঘদিন খেলে শেখ রাসেল হয়ে এখন কিংসে থিতু হয়েছেন। শুরুতে স্ট্রাইকার হিসেবে খেললেও এখন লেফট ব্যাক পজিশনই ভরসার জায়গা।

২৬ বছর বয়সী সাদ ছোট ভাই তাজের মধ্যে ভালোই সম্ভাবনা দেখতে পাচ্ছেন। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার ছোট ভাই বলে বলছি না, আসলে তাজের মধ্যে সম্ভাবনা আছে। ও যদি আরও পরিশ্রম করতে পারে, নিজেকে শাণিত করে এগিয়ে যেতে পারবে। আমার মনে হয় সামনের দিকে ও একসময় জাতীয় দলে ডাক পাবে। ওকে নিয়ে আমরা সবাই আশাবাদী।’

বাংলাদেশের ফুটবলে একসময় সহোদর নান্নু-মঞ্জু, কায়সার হামিদ-ববি হামিদ, অরুণ-বরুণরা মাঠ মাতিয়েছেন। বর্তমানে সাদ-তাজের পাশাপাশি রাকিব-সাকিব, পাপ্পু-সুজনরা খেলছেন।

সাদ ও তাজের মধ্যে একটা মিল বেশ। দুজনেই রক্ষণে খেলে থাকেন। সাদ স্ট্রাইকার থেকে এখন পুরোদস্তুর লেফট ব্যাক। আর তাজ মিডফিল্ডার থেকে রাইট ব্যাকে থিতু  হয়েছেন।

২১ বছর বয়সী তাজ সাইফ স্পোর্টিং মুক্তিযোদ্ধার পর এবার শেখ জামালে খেলছেন। জাতীয় বয়সভিত্তিক দলেও খেলার অভিজ্ঞতা আছে। বড় ভাই সাদ যে তার অনুপ্রেরণা, তা অকপটে বলেছেন তাজ, ‘ভাইকে দেখে ফুটবলে আসা। মাঠে যখন প্রতিদ্বন্দ্বিতা হয়, তখন তা মাথায় থাকে না। তবে এমনিতে ভাইয়ের খেলা ভালো লাগে। ভাই আমার আদর্শ। আমি চাই ভাইয়ের মতো করে জাতীয় দলে জায়গা করে নিতে।’

জাতীয় দলে জায়গা করে নিতে হলে পরিশ্রম আরও করতে হবে। সাধানার কোনও বিকল্প নেই। তাজ তা মানছেনও, ‘আমি বয়সভিত্তিক দলে খেলেছি। এখন সিনিয়র দলে খেলতে চাই। ভাই অনেক কষ্ট করে এখন জাতীয় দলে খেলছে। আমিও তার মতো করে চেষ্টা করে যাবো। অন্যদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই খেলতে চাই।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রীর
জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রীর
ভক্তকে অটোগ্রাফ দেওয়ার সময় জোকোভিচের মাথায় বোতলের আঘাত
ভক্তকে অটোগ্রাফ দেওয়ার সময় জোকোভিচের মাথায় বোতলের আঘাত
এবারও চালু হচ্ছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’, ঢাকায় আম আনতে খরচ কত?
এবারও চালু হচ্ছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’, ঢাকায় আম আনতে খরচ কত?
হায়দার আকবর খান রনোর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক
হায়দার আকবর খান রনোর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত