X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

স্বপ্নের মতো গোল করে আনন্দে ভাসছেন ‘বাল্লু’

তানজীম আহমেদ
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৩

মিনহাজুর আবেদীন রাকিব, যাকে কাছেরজনরা বাল্লু নামে ডাকেন। ২৪ বছর বয়সী মিডফিল্ডার আজ শনিবার কিংসের মাঠে দারুণ এক গোল করে সবাইকে চমকে দিয়েছেন। মধ্যমাঠের একটু পেছনে থেকে দৌড় শুরু করে দুই ডিফেন্ডারকে ছাড়িয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলকিপারের ওপর দিয়ে দৃষ্টিনন্দন গোল করে কিংস অ্যারেনার স্বাগতিকদের সমর্থকদের নিস্তব্ধ করে দেন। সেই এক গোলের পুঁজিতে মোহামেডান হারিয়েছে চারবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। 

কিংস অ্যারেনাতে মোহামেডানই প্রথম যারা কিংসকে হারের স্বাদ দিয়েছে, তাও রাকিবের দারুণ এক লক্ষ্যভেদে। এমন জয়ের পর আনন্দে ভাসছে সাদা-কালো দলের ফুটবলার- সমর্থকরা। মাঠেই 'মহাপাগল' সমর্থকদের সংগঠন ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। আর জয়সূচক গোলদাতা রাকিবকে নিয়ে উল্লাস তখন চরমে। মতিঝিলে ক্লাব টেন্টে আসার পথে টিম বাসেও চলছে উৎসব।

বাসেই ধরা হলো রাকিব তথা বাল্লুকে। কানে আসছিল হইচইয়ের শব্দ। আনন্দের রেণু উড়ছে যেন। রাকিব বাংলা ট্রিবিউনকে উৎসবের আবেশ মাখানো কণ্ঠে বলেছেন, ‘এমন স্বপ্নের মতো গোল পাবো, তা চিন্তা করিনি। আসলে আমি চেয়েছিলাম পাস দিতে। কিন্তু সামনে কেউ না থাকায় নিজেই সাহস করে লক্ষ্যে শট নেই। দেখি গোল হয়েছে! এখনও ঘোর কাটছে না। মাঠের পর বাসেও আমাদের উৎসব চলছে। সবাই অনেক খুশি।’

কিংসের বিপক্ষে কিংস অ্যারেনাতে কোনও দলই জিততে পারেনি। রাকিবের গোলে সেই প্রথা ভেঙেছে। খুশির মাত্রা যেন বেড়ে দ্বিগুণ। রাকিব নিজেই বললেন, ‘কিংস বড় দল। তাদের বিপক্ষে আজ আমরা সবাই ভালো খেলেছি। আমার গোলে দল জিতেছে। এই আনন্দ বলে বোঝানো যাবে না।’

২৪ বছর বয়সী রাকিব টানা তিন মৌসুম ধরে মোহামেডানে খেলছেন। এর আগে ফরাশগঞ্জ ও মুক্তিযোদ্ধায় খেলার অভিজ্ঞতা আছে। ঢাকার আরামবাগে জন্ম ও বেড়ে উঠা এই ফুটবলারের হাতেখড়ি সালাউদ্দিন কালার একাডেমিতে।

দলের প্রয়োজনে মিডফিল্ডার কিংবা উইঙ্গার পজিশনে খেলে থাকেন। আজও রাকিব একইভাবে খেলেছেন। 

তবে সবসময় একাদশে খেলার সুযোগ হয় না। বদলিও খেলতে হয়। সৌভাগ্য যে, কোচ আলফাজ আজ একাদশে জায়গা দিয়েছেন। রাকিব তাতে খুশি, ‘যখনই মাঠে নামি, লক্ষ্য থাকে দলকে জেতানোর। ভালো খেলার। আজ সাহস করে শট নিয়েছি। গোলও পেয়েছি। সামনেও এভাবে দলকে জেতাতে চাই। ভালো খেলতে চাই।’

মোহামেডানের এই জয়ে প্রিমিয়ার লিগে শিরোপা লড়াই জমে উঠেছে। সাদা কালো দলটি এখন শিরোপা স্বপ্ন দেখছে। পেশাদার লিগ শুরুর পর তারা কোনও শিরোপা জিততে পারেনি। রাকিব স্বপ্ন দেখাচ্ছেন নতুন করে, ‘আমরা শিরোপা পাই না অনেক দিন। এবার লিগ রেসে আছি। সামনের দিকে আরও ভালো খেলে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই। দেখা যাক কী হয়।’

এর আগে শেখ মোরসালিন দূরপাল্লার শটে গোল দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। এবার রাকিব এই মৌসুমের অন্যতম দৃষ্টিনন্দন গোলে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন। নিঃসন্দেহে গোলটি কিংস অ্যারেনার দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে অনেক দিন।

মোহামেডান কোচ আলফাজ আহমেদও শিষ্যের পারফরম্যান্সে উচ্ছ্বসিত, ‘মিনহাজুর বেশির ভাগ সময় বদলি হয়ে খেলে। চলতি লিগে দ্বিতীয়বারের মতো আজ শুরুর একাদশে ছিল। আজ গোলের কারণে তার পারফরম্যান্স দেখে মানুষ জানতে পারলো যে মিনহাজ নামে একজন খেলোয়াড় মোহামেডানে খেলে। এই গোল দিয়ে মিনহাজুরকে মানুষ চিনবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল