X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

স্বপ্নের মতো গোল করে আনন্দে ভাসছেন ‘বাল্লু’

তানজীম আহমেদ
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৩

মিনহাজুর আবেদীন রাকিব, যাকে কাছেরজনরা বাল্লু নামে ডাকেন। ২৪ বছর বয়সী মিডফিল্ডার আজ শনিবার কিংসের মাঠে দারুণ এক গোল করে সবাইকে চমকে দিয়েছেন। মধ্যমাঠের একটু পেছনে থেকে দৌড় শুরু করে দুই ডিফেন্ডারকে ছাড়িয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলকিপারের ওপর দিয়ে দৃষ্টিনন্দন গোল করে কিংস অ্যারেনার স্বাগতিকদের সমর্থকদের নিস্তব্ধ করে দেন। সেই এক গোলের পুঁজিতে মোহামেডান হারিয়েছে চারবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। 

কিংস অ্যারেনাতে মোহামেডানই প্রথম যারা কিংসকে হারের স্বাদ দিয়েছে, তাও রাকিবের দারুণ এক লক্ষ্যভেদে। এমন জয়ের পর আনন্দে ভাসছে সাদা-কালো দলের ফুটবলার- সমর্থকরা। মাঠেই 'মহাপাগল' সমর্থকদের সংগঠন ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। আর জয়সূচক গোলদাতা রাকিবকে নিয়ে উল্লাস তখন চরমে। মতিঝিলে ক্লাব টেন্টে আসার পথে টিম বাসেও চলছে উৎসব।

বাসেই ধরা হলো রাকিব তথা বাল্লুকে। কানে আসছিল হইচইয়ের শব্দ। আনন্দের রেণু উড়ছে যেন। রাকিব বাংলা ট্রিবিউনকে উৎসবের আবেশ মাখানো কণ্ঠে বলেছেন, ‘এমন স্বপ্নের মতো গোল পাবো, তা চিন্তা করিনি। আসলে আমি চেয়েছিলাম পাস দিতে। কিন্তু সামনে কেউ না থাকায় নিজেই সাহস করে লক্ষ্যে শট নেই। দেখি গোল হয়েছে! এখনও ঘোর কাটছে না। মাঠের পর বাসেও আমাদের উৎসব চলছে। সবাই অনেক খুশি।’

কিংসের বিপক্ষে কিংস অ্যারেনাতে কোনও দলই জিততে পারেনি। রাকিবের গোলে সেই প্রথা ভেঙেছে। খুশির মাত্রা যেন বেড়ে দ্বিগুণ। রাকিব নিজেই বললেন, ‘কিংস বড় দল। তাদের বিপক্ষে আজ আমরা সবাই ভালো খেলেছি। আমার গোলে দল জিতেছে। এই আনন্দ বলে বোঝানো যাবে না।’

২৪ বছর বয়সী রাকিব টানা তিন মৌসুম ধরে মোহামেডানে খেলছেন। এর আগে ফরাশগঞ্জ ও মুক্তিযোদ্ধায় খেলার অভিজ্ঞতা আছে। ঢাকার আরামবাগে জন্ম ও বেড়ে উঠা এই ফুটবলারের হাতেখড়ি সালাউদ্দিন কালার একাডেমিতে।

দলের প্রয়োজনে মিডফিল্ডার কিংবা উইঙ্গার পজিশনে খেলে থাকেন। আজও রাকিব একইভাবে খেলেছেন। 

তবে সবসময় একাদশে খেলার সুযোগ হয় না। বদলিও খেলতে হয়। সৌভাগ্য যে, কোচ আলফাজ আজ একাদশে জায়গা দিয়েছেন। রাকিব তাতে খুশি, ‘যখনই মাঠে নামি, লক্ষ্য থাকে দলকে জেতানোর। ভালো খেলার। আজ সাহস করে শট নিয়েছি। গোলও পেয়েছি। সামনেও এভাবে দলকে জেতাতে চাই। ভালো খেলতে চাই।’

মোহামেডানের এই জয়ে প্রিমিয়ার লিগে শিরোপা লড়াই জমে উঠেছে। সাদা কালো দলটি এখন শিরোপা স্বপ্ন দেখছে। পেশাদার লিগ শুরুর পর তারা কোনও শিরোপা জিততে পারেনি। রাকিব স্বপ্ন দেখাচ্ছেন নতুন করে, ‘আমরা শিরোপা পাই না অনেক দিন। এবার লিগ রেসে আছি। সামনের দিকে আরও ভালো খেলে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই। দেখা যাক কী হয়।’

এর আগে শেখ মোরসালিন দূরপাল্লার শটে গোল দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। এবার রাকিব এই মৌসুমের অন্যতম দৃষ্টিনন্দন গোলে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন। নিঃসন্দেহে গোলটি কিংস অ্যারেনার দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে অনেক দিন।

মোহামেডান কোচ আলফাজ আহমেদও শিষ্যের পারফরম্যান্সে উচ্ছ্বসিত, ‘মিনহাজুর বেশির ভাগ সময় বদলি হয়ে খেলে। চলতি লিগে দ্বিতীয়বারের মতো আজ শুরুর একাদশে ছিল। আজ গোলের কারণে তার পারফরম্যান্স দেখে মানুষ জানতে পারলো যে মিনহাজ নামে একজন খেলোয়াড় মোহামেডানে খেলে। এই গোল দিয়ে মিনহাজুরকে মানুষ চিনবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিম তীরে ইসরায়েলি আইনের প্রয়োগ চান নেতানিয়াহুর ক্যাবিনেট মন্ত্রীরা
পশ্চিম তীরে ইসরায়েলি আইনের প্রয়োগ চান নেতানিয়াহুর ক্যাবিনেট মন্ত্রীরা
জাতীয় জাদুঘরে তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’র প্রিমিয়ার শো ৭ জুলাই
জাতীয় জাদুঘরে তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’র প্রিমিয়ার শো ৭ জুলাই
মুরাদনগরে নারীসহ ৩ জনকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে নারীসহ ৩ জনকে পিটিয়ে হত্যা
মুসলিম বিশ্বে বাংলাদেশ-মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা জোরদারে উপদেষ্টা আসিফের আহ্বান
মুসলিম বিশ্বে বাংলাদেশ-মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা জোরদারে উপদেষ্টা আসিফের আহ্বান
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল