X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ব্রাজিলিয়ানকে দেখালেন না কার্ড, রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৭

কিংস অ্যারেনাতে আজকের ম্যাচে রহমতগঞ্জের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরাকে ঘাড় চেপে মাটিতে ফেলে দিয়েছেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান তারকা মিগেল ফেরেইরা! তবে কোনও কার্ড দেখতে হয়নি তাকে। এর আগে সুশান্তও হালকা করে মিগেলের হাত টেনে ধরেন। এরপরই উত্তেজিত হয়ে এই আঘাত করেন মিগেল!

শুক্রবার (১৬ ফেব্রয়ারি) প্রিমিয়ার ফুটবলে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচে ঘটে এমন ঘটনা। তবে এই ম্যাচে রেফারি নাসির উদ্দিনের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনাটি ঘটে বিরতিতে যাওয়ার আগমুহূর্তে। বল নিয়ে লড়াইয়ে বসুন্ধরা কিংসের মিগেল ফেরেইরাকে ট্যাকল করেন রহমতগঞ্জের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। বল মিগেলের কাছ থেকে বেরিয়ে যাওয়ার পর হঠাৎ বাঁ হাত দিয়ে ঘাড় চেপে ধাক্কা দিয়ে সুশান্তকে ফেলে দেন মাঠে।

মুহূর্তেই রেফারি নাসির ছুটে আসেন সেখানে। তাকে কিছু একটা বোঝাতে দৌড়ে আসেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। মাঠে তখন মাথায় হাত দিয়ে শুয়ে থাকতে দেখা যায় সুশান্তকে। তখন তাকে ওঠানোর চেষ্টা করেন মিগেল।

দুই দলের ফুটবলারদের মধ্যে শুরু হয় তুমুল উত্তেজনা। মিগেলের আচরণের প্রতিবাদ জানাতে থাকেন রহমতগঞ্জের ফুটবলাররা। রেফারিকে ঘিরে যে যার মতো প্রতিবাদ জানাতে থাকেন। এতে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল।

পরিস্থিতি শান্ত হওয়ার পর খেলা শুরু হলেও রেফারি নাসির উদ্দিন কোনও ফুটবলারকেই কার্ড দেখানোর প্রয়োজন বোধ করেননি! অথচ এই ম্যাচে এর চেয়েও কম ফাউলের কারণে সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ ও রকিকে দেখতে হয়েছে হলুদ কার্ড।

রহমতগঞ্জের কোচ শেখ জাহিদুর রহমান বলেন, ‘মিগেলের ঘটনায় রেফারির পকেট থেকে কার্ড বের হতে না দেখে খুব অবাক হয়েছি। রেফারি যদি ইচ্ছাকৃতভাবে কারও পক্ষে কোনও সিদ্ধান্ত নেন, সেটা খুব হতাশাজনক। অন্তত হলুদ কার্ড তো দেখাতে পারতেন। আমি সাতটা ম্যাচ অপরাজিত ছিলাম। আজও জেতা ম্যাচ ছিল। কিন্তু রেফারির সিদ্ধান্ত হতাশ করেছে।

তিনি আরও বলেন, মিগেলকে লাল কার্ড দিলে ওটাই হতে পারতো ম্যাচের টার্নিং পয়েন্ট। আমার ফরোয়ার্ডদের জার্সি টেনে ধরেছে বারবার। কিন্তু রেফারি কিছুই বলেননি। এ ছাড়া কিংস আজ আমাদের ঠিকভাবে এন্টারটেইন করেনি। ওরা বড় দল। এমন আচরণ করলে ওদের কাছ থেকে কী শিখবো?’

‘ঘরোয়া ফুটবলে রেফারিদের এমন আচরণে প্রভাব পড়ে আন্তর্জাতিক অঙ্গনে’, এমন কথা মনে করিয়ে দিয়ে শেখ জাহিদুর বলেছেন, ‘এভাবে ঘরের মাঠে আমাদের ফুটবলাররা পার পেয়ে যায়, কিন্তু আন্তর্জাতিক ম্যাচে রেফারির সিদ্ধান্তু নিয়ে প্রশ্ন তোলে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক রেফারি অবশ্য বলেছেন, ‘নিয়মে উল্লেখ আছে, বল ছাড়া ঘুষি বা ধাক্কা দিয়ে ফেলে দিলে সরাসরি লাল কার্ড দেখাতে হবে। আজকের ম্যাচে হলুদ কার্ড তো দিতেই পারতো।’

/টিএ/এনএআর/
সম্পর্কিত
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?