X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

কলম্বিয়ান গার্সিয়ার হ্যাটট্রিকে ডুবলো ব্রাদার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৯

প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্ব শেষে জয়হীন থাকলো ব্রাদার্স ইউনিয়ন। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শনিবার পুলিশ এফসির কাছে ৪-১ গোলে বিধস্ত হয়েছে গোপীবাগের দলটি। কলম্বিয়ার ফরোয়ার্ড এলদিস গার্সিয়া করেন হ্যাটট্রিক।

যদিও ব্রাদার্স শুরুতে এগিয়ে গিয়ে অন্যরকম ইঙ্গিত দিয়েছিল। ৪২ মিনিটে একক প্রচেষ্টার গোলে ব্রাদার্সকে এগিয়ে নেন রাহুল। তার প্রথম প্রচেষ্টা গোলরক্ষক ফিরিয়ে দিলেও গ্লাভসে জমাতে পারেননি। বাইলাইনের একটু ওপর থেকে ফের বল নিয়ে ফিরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে সৈয়দ শাহ কাজেম কিরমানির গোলে সমতায় ফেরে পুলিশ এফসি। পরে কলম্বিয়ান ফরোয়ার্ড এলদিস গার্সিয়ার হ্যাটট্রিকে তুলে নেয় নিজেদের তৃতীয় জয়।

এলদিস গার্সিয়া

দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। 

৭৭তম মিনিটে ম্যাচে প্রথম গোল আসে। ক্রিস্টিয়ান ভ্যালেরির ফ্রি কিক গোলকিপার আশরাফুল ইসলাম রানা ফিস্ট করার পর লাওয়াল মুরিতালার গায়ে লেগে জালে জড়ায়।

পাঁচ মিনিট পর দুই গাম্বিয়ানের মিলিত প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করে নেয় ফর্টিস। ওমর বাবৌয়েওর আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে টোকায় ঠিকানায় পৌঁছে দেন তারই স্বদেশি পা ওমার সার। 

শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ২২ পয়েন্ট অস্কার ব্রুজনের দলের। কিংসের পেছনে আছে মোহামেডান ও আবাহনী। ১৭ পয়েন্ট নিয়ে মোহামেডান দ্বিতীয় ও ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আবাহনী।

লিগের প্রথম পর্ব মাত্র দুটি দল শেষ করেছে জয়হীন থেকে। একটি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, অন্যটি ব্রাদার্স। রহমতগঞ্জ অবশ্য ৭ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে থাকলেও তলানিতে থাকা ব্রাদার্সের চেয়ে বেশ এগিয়ে। ৯ ম্যাচে গোপীবাগের দলটির পয়েন্ট মাত্র ৩!

দারুণ জয়ে প্রথম পর্ব শেষ করা ফর্টিস ১২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। ১০ পয়েন্ট নিয়ে পুলিশ সপ্তম। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে অষ্টম স্থানে চট্টগ্রাম আবাহনী।

/টিএ/এফএইচএম/

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল