X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পিএসজিতে এমবাপ্পেকে বেঞ্চে দেখে খুশি ফ্রান্স কোচ

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৪, ১৮:০০আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৮:০০

আগামী মৌসুমে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে যাবেন, এমন গুঞ্জন জোরালোভাবে বাতাসে ভাসছে। অন্তত পিএসজিতে তিনি থাকবেন না। ফরাসি ক্লাব কোচ লুইস এনরিকের সঙ্গে তার অন্তর্দ্বন্দ্ব নিয়েও ফিসফাস হচ্ছে। গত মাসে পিএসজির তিন ম্যাচে এমবাপ্পেকে বেঞ্চে রেখেছিলেন স্প্যানিশ কোচ। আর এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

এনরিকের সিদ্ধান্তকে কেন ভালো চোখে দেখছেন দেশম। ফ্রান্সের কোচ মনে করেন, এটা তার দলের জন্য ভালো। সামনে জার্মানি ও চিলির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। এছাড়া আছে ইউরোও। ক্লাবে বেছে বেছে ম্যাচ খেললে প্রাণবন্ত এমবাপ্পেকে পাওয়ার আশা দেশমের।

এমবাপ্পেকে নিয়ে বিশ্বকাপ জয়ী কোচ বললেন, ‘বড় প্রতিযোগিতার জন্য শারীরিকভাবে সতেজ থাকা গুরুত্বপূর্ণ। যে কারণেই হোক না কেন, সব খেলোয়াড়রা মৌসুমের শেষে এসে পা রাখবে কিছুটা ক্লান্তি নিয়ে। যদি সেই ক্লান্তিটা একটু কম থাকে (তাহলে বেশ ভালো)।’

অলিম্পিক গেমসের জন্যও ফ্রান্স তাদের তারকা খেলোয়াড়কে প্রস্তুত দেখতে চায়। এই বছর প্যারিসে হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ। কিন্তু এমবাপ্পের অলিম্পিক স্বর্ণজয়ের স্বপ্ন ধুলিস্মাৎ হতে পারে, যদি তিন রিয়ালে যান। কারণ মাদ্রিদ ক্লাব নতুন মৌসুমের শুরুতে তাদের খেলোয়াড়দের ছেড়ে দিতে অনিচ্ছুক।

অলিম্পিকে স্প্যানিশ জায়ান্টদের অবস্থান নিয়ে দেশম যোগ করেছেন, ‘অলিম্পিক গেমস নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান সেকেলে। তবে এটা যদি অফিসিয়াল ফিফা সূচি না হয়, তারা যদি না বলে, তাহলে তো সেটাই মেনে নিতে হবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড