X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের বিপক্ষে কেইনকে পাচ্ছে না ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৪, ১৩:১২আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৩:১২

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। যদিও তাতে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের খেলা হচ্ছে না। শনিবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দুই দল।

ডার্মস্ট্যাডের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৫-২ গোলে জেতা ম্যাচে গোড়ালির চোটে পড়েন কেইন। এই অবস্থায় তাকে নিয়ে কোনও ধরনের ঝুঁকি নিতে চায় না ইংলিশরা। ঝুঁকি থাকায় মঙ্গলবার বেলজিয়ামের বিপক্ষে প্রীত ম্যাচেও ইংলিশ অধিনায়কের খেলা হচ্ছে না। ইউরোর দল ঘোষণার আগে এটাই হচ্ছে ইংল্যান্ডের শেষ ম্যাচ।

সেলেসাওদের মতো ইংল্যান্ড দলেও চোট হানা দিয়েছে। অ্যায়াক্স মিডফিলডার জর্ডান হেন্ডারসন ও চেলসি ফরোয়ার্ড কোল পালমার দলের সঙ্গে থাকলেও ইনজুরিতে ছিটকে গেছেন। ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন আর্সেনাল ফরোয়ার্ড বুকায়ো সাকাও।

ব্রাজিল ম্যাচের আগে ইংল্যান্ড কোচ সাউদগেট বলেছেন, ‘কাল হেরি কেইন, জর্ডান হেন্ডারসন ও কোল পালমারের খেলা হচ্ছে না। বেলজিয়ামের বিপক্ষে অবশ্য হ্যারির চেয়ে হেন্ডারসন ও পালমারের ফেরার সম্ভাবনা বেশি।’

ব্রাজিলের বিপক্ষে ইংল্যান্ডকেই ফেভারিট ভাবা হচ্ছে। কারণ, লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ চার ম্যাচে জয়ের দেখা পায়নি ব্রাজিল। টানা চার ম্যাচে এমন হারের ঘটনা ঘটেছে ২০০১ সালের পর! তার ওপর চোটও হানা দিয়েছে। নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে তারা। তবে পরিসংখ্যান হতে পারে প্রেরণা। ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে শেষ ১১ প্রীতি ম্যাচের ১০টিতেই জিতেছে ব্রাজিল। তাছাড়া মুখোমুখি লড়াইয়েও ব্রাজিল ইংল্যান্ডের চেয়ে এগিয়ে। তার পরেও সাউদগেট বলেছেন, ‘আমি জেনেছি ২৬ ম্যাচে আমরা ব্রাজিলকে মাত্র চারবার হারাতে পেরেছি। আমাদের এমন বহু ম্যাচ আছে যেখানে বড় প্রতিপক্ষের বিপক্ষে ভালো রেকর্ড নেই। তার পরেও এই দল কিন্তু জয় ছিনিয়ে এনেছে। তাই এই ম্যাচ আমাদের জন্য তেমনই আরেকটা সুযোগ।’

/এফআইআর/
সম্পর্কিত
৫৮ বছর বয়সে আবার পেশাদার ফুটবলে রোমারিও 
ব্রাজিলের জার্সি পেলেন প্রধানমন্ত্রী
দুই বছরের জন্য নিষিদ্ধ ব্রাজিলের গাবিগোল
সর্বশেষ খবর
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
বৃষ্টির প্রার্থনায় নামাজ
বৃষ্টির প্রার্থনায় নামাজ
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই