X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৪, ১৭:৩৫আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৭:৩৫

দীর্ঘ বিরতি দিয়ে প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের খেলা আজ থেকে মাঠে গড়িয়েছে। প্রথম দিনেই ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং মাঠে নেমে উড়িয়ে দিয়েছে ফর্টিস এফসিকে। সুলেমানে দিয়াবাতে, মুজাফফরভ, জাফর ইকবাল ও শাহরিয়ার ইমনের লক্ষ্যভেদে ৪-০ গোলে তারা ধসিয়ে দিয়েছে মাসুদ পারভেজ কায়সারের দলকে।

অথচ প্রথম পর্বে প্রতিদ্বন্দ্বিতা গড়ে মোহামেডানের কাছে ২-১ গোলে হেরেছিল ফর্টিস। আর আজ অসহায় হার দেখলো তারা।

শুক্রবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত মোহামেডানকে আটকে রেখেছিল ফর্টিস। কিন্তু পরের মিনিট থেকে তাসের ঘরের মতো রক্ষণ ভেঙে পড়ে। হজম করে একের পর এক গোল।

ম্যাচ ঘড়ির ৪১ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। বক্সের এক প্রান্ত থেকে বিপরীতে দেওয়া দিয়াবাতের লং বল পেয়ে দৌড়ে এসে বক্সের বাইরে থেকে মুজাফফরভ ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান।

প্রথমার্ধের যোগ করা সময়ে সাদা-কালোরা আবারও এগিয়ে যায়। পেনাল্টি থেকে দিয়াবাতে গোলকিপারের বিপরীত দিক দিয়ে বল জড়িয়ে দেন জালে।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতির পরও দাপট চলতে থাকে মোহামেডানের।

৫২ মিনিটে দিয়াবাতের ক্রসে অন্য প্রান্তে ফাঁকায় জাফর ইকবাল সহজেই প্লেসিং করে দেন। এর আগে শাহরিয়ার ইমন ও এক ডিফেন্ডার বল পেয়েও ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি।

৭ মিনিট পর মোহামেডান চতুর্থ গোল করে ফর্টিসকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়। দুই সতীর্থের সমন্বয়ে বক্সে ঢুকে বল পেয়ে আগুয়ান গোলকিপারকে দারুণভাবে কাটিয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন ইমন।

বাকি সময়ে আর গোল হয়নি। চার গোলে জয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছেড়েছে সাদা-কালো শিবির।

এদিকে গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ও শেখ রাসেলের কেউই তিন পয়েন্ট পায়নি। দুই দলই ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে।

ম্যাচ ঘড়ির ২২ মিনিটে সোলেয়মান সিল্লাহ গোল করে শেখ রাসেলকে এগিয়ে নেন। খোলমাতভ ৫৬ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে সমতা ফেরান।

লিগে মোহামেডান ১০ ম্যাচে ৫টি করে জয় ও ড্রতে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে। সমান ম্যাচে ফর্টিস চতুর্থ হারে আগের ১২ পয়েন্ট নিয়ে পাঁচে। সমান ম্যাচে শেখ জামাল ১৪ ও শেখ রাসেল ১১ পয়েন্ট পেয়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
সারির হ্যাটট্রিকে অ্যাজাক্সকে উড়িয়ে দিলো মোহামেডান
সর্বশেষ খবর
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?