X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘সেরা জয়’ নিয়ে যা বললেন জাভি

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৪, ১০:২০আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৪:১১

আরেকটি অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে ফেললো বার্সেলোনা। প্যারিস সেন্ট জার্মেইর মাঠে প্রথমার্ধে লিড নিলেও বিরতির পর পিছিয়ে পড়েছিল কাতালান জায়ান্টরা। তারপর ঘুরে দাঁড়িয়ে দুই গোল করে অবিশ্বাস্য জয় নিয়ে প্যারিস ছেড়েছে বার্সেলোনা। এই জয়ের পর দারুণ অনুভূতি হচ্ছে কোচ জাভি হার্নান্দেজের। ইউরোপের সবচেয়ে সেরা দলগুলোর বিপক্ষে বার্সা যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, এই জয় তারই প্রমাণ বললেন স্প্যানিশ কোচ।

বদলি নেমে আন্দ্রেস ক্রিস্টেনসেনের ৭৭ মিনিটের হেডে পার্ক দে প্রিন্সেসে বার্সা জয়ের দেখা পেয়েছে। ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘এই ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছিলাম। সবকিছু ভালোভাবে হলো, রক্ষণে ও আক্রমণে। আমরা দল নিয়ে গর্বিত। প্যারিস খুব ভালো খেলেছিল, কিন্তু আমরা তাদের লাগাম টেনে ধরে রাখতে পেরেছিলাম।’

এই মৌসুম শেষে বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকলো বার্সা। এই জয় নিয়ে জাভি বললেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে এটা অসাধারণ বিজয়। এই দলকে প্রতিহত করা খুব কঠিন। কারণ তারা আপনাকে চাপে রাখতে পারে। কিন্তু আমরা খুব ভালো করেছি।’

আগামী ১৬ এপ্রিল দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে পিএসজিকে স্বাগত জানাবে বার্সা। এই ম্যাচ সহজ হবে না মানছেন জাভি, ‘আমরা কেবল অর্ধেক পথ পাড়ি দিলাম। বার্সেলোনায় খুব কঠিন কিছু হতে যাচ্ছে।’

২০২০ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শেষ আটে খেলে জিতে গেলো বার্সা। লিওনেল মেসিকে ছাড়া প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার পর দারুণ বিজয় এলো। ২০১৯ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে নকআউটে জিতলো তারা।

জাভি খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন, ‘খেলোয়াড়দের মনে বিশ্বাস আছে। তাদের এই সুযোগ আছে এবং যদি একইভাবে খেলে তাহলে সুযোগ পাবে। এখনও কিছুই হয়নি। কিন্তু আমরা গর্বিত হতে পারি। এই ম্যাচ দেখিয়ে দিলো যে বার্সা এখনও ভালোভাবে বেঁচে আছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা