X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বাইসাইকেল কিকে বার্সাকে জিতিয়ে প্রশংসায় ভাসলেন ফেলিক্স

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪, ১২:১০আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১২:১০

আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের মাঠে খেলা। তারপর চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে স্বাগত জানাবে পিএসজিকে। বার্সেলোনার সামনে দুটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। এজন্য শনিবার লা লিগা ম্যাচে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেন জাভি হার্নান্দেজ। স্বাভাবিকভাবে কাদিজের মাঠে জিততে কষ্ট করতে হয়েছে তাদের। জোয়াও ফেলিক্স বাইসাইকেল কিকে গোল করে বার্সাকে জিতিয়ে কোচ জাভি হার্নান্দেজের কাছে প্রশংসিত হলেন।

রবার্ট লেভানডোভস্কি, ইকে গুন্ডোগান ও জোয়াও কানসেলো এই ম্যাচে খেলেননি। তারপরও সব প্রতিযোগিতায় টানা ষষ্ঠ জয় পেতে অসুবিধা হয়নি বার্সার। এনিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকলো তারা।

২০২২ সালের অক্টোবরে এই কাদিজের মাঠে বাইসাইকেল কিকে গোল করেছিলেন ফেলিক্স। সেবার তার দল অ্যাটলেটিকো মাদ্রিদ হেরে যায় ৩-২ গোলে। এবার মাদ্রিদ ক্লাব থেকে ধারে বার্সায় যোগ দিয়ে আবারও বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। ৩৭তম মিনিটে তার একমাত্র গোল গড়ে দেয় পার্থক্য।

ম্যাচ শেষে ফেলিক্সকে নিয়ে জাভি বলেছেন, ‘জোয়াও ফেলিক্স প্রতিভায় ভরপুর একজন খেলোয়াড়। সে এখানে সুখী। এটা ছিল দুর্দান্ত গোল। কিন্তু তার চেয়েও বড় কথা সে কীভাবে প্রেস করে খেলেছে এবং কীভাবে সে বুঝেছে কখন বাইরে যেতে হবে, কখন ভেতরে। আমরা তার প্রতিভা বাস্তবায়নে স্বাধীনতা দিয়েছি। আজ রাতে ছিল চমৎকার পারফরম্যান্স। সে নিজেই গোল তৈরি করেছে।’

কাদিজে এসে আবারও গোল করে ফেলিক্স বললেন, ‘আমি মনে করি এই স্টেডিয়াম আমার জন্য সৌভাগ্যের। এটা পরিকল্পিত ছিল না। কী দারুণ অনুভূতি ছিল এটা। আর এবার জিততে পেরে ভালো লাগছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড