X
বুধবার, ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২
পর্তুগালের ইউরো মিশন শুরু আজ

ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৪, ১৪:৫৭আপডেট : ১৮ জুন ২০২৪, ১৫:০১

২০১৬ সালে প্রথমবারের মতো ইউরো জিতেছিল পর্তুগাল। এবারও অনেক আশায় বুক বেঁধেছে তারা। বাছাইয়ে একমাত্র দল হিসেবে শতভাগ রেকর্ড ধরে রেখে এবার মূল পর্বে। ‘এফ’ গ্রুপে আজ রাত ১টায় দলটার প্রতিপক্ষ ১৯৯৬ সালের রানার্সআপ চেকপ্রজাতন্ত্র। তাদের আগে রাত ১০টায় জর্জিয়ার মুখোমুখি তুরস্ক।  

ক্রিস্তিয়ানো রোনালদোর মতো মহাতারকা থাকায় দলটার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তার ওপর আল নাসর তারকার সামনে ইতিহাসের হাতছানি! ষষ্ঠ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে নামছেন ৩৯ বছর বয়সী। ২০০৪ সালে অভিষেকের পর প্রতিটি আসরে গোল করেছেন। চলতি আসরেও গোল করলে টুর্নামেন্টের সবচেয়ে বেশি বয়সী গোলস্কোরার হয়ে যাবেন। তাছাড়া টুর্নামেন্টটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (২৫), বেশি গোল (১৪) করার রেকর্ডটিও তারই।

রেডবুল অ্যারেনায় নিঃসন্দেহে বড় প্রভাবক হয়ে উঠবেন পর্তুগিজ যুবরাজ। তাকে নিয়ে বেশ সতর্ক দেখা গেলো চেক প্রজাতন্ত্র কোচ ইভান হাসেককে। দায়িত্ব নেওয়ার পর এটাই হচ্ছে তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। সেই ম্যাচে রোনালদোকে নিষ্ক্রিয় রাখার পরিকল্পনা দলটির, ‘আমরা রোনালদোকে আটকে রাখতে চাই। রোনালদো বিশ্বের সেরাদের অন্যতম একজন। তার মতো একজনের মুখোমুখি হয়ে এমন কিছু করা প্রয়োজন, যেটা আমাদের ছেলেরা যেন আজীবন মনে রাখতে পারে।’

অবশ্য শুধু রোনালদোই পর্তুগিজ দলের ত্রাস নন। ম্যাচ জেতানোর মতো ক্ষমতা রাখেন ব্রুনো ফার্নান্দেস ও বের্নার্ডো সিলভাও। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের দুজনের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আছে ওয়েস্ট হ্যামের হয়ে খেলা চেক অধিনায়ক টমাস সুসেকের। চেক অধিনায়ক এই দুজনকে নিয়েও ভীষণ সতর্ক, ‘সবাই প্রিমিয়ার লিগ দেখে। তাই তারা জানে এই দুজন কেমন খেলে থাকে।’

ইউরোতে আসার আগে আল নাসরের হয়ে ১০টি গোল করেছেন রোনালদো। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের জয়ের দিনেও জোড়া গোল করেছেন। তাই এই ম্যাচে রোনালদোর ওপর অনেক ভরসা পর্তুগাল কোচ রবের্তো মার্টিনেজের, ‘সেই আসলে চূড়ান্ত মুভটা করে থাকে, রক্ষণকেও সুদৃঢ় করতে পারে। বিগত বছরগুলোতে খেলার ধারা পাল্টে দিয়েছে সে। জাতীয় দলে নিজের যোগ্যতায় আছে। তার হয়ে নম্বরগুলোই কথা বলে।’

সব প্রতিযোগিতা মিলিয়ে পর্তুগাল চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয়েছে চারবার। সবগুলোতেই জিতেছে পর্তুগিজরা। চেকের এক গোলের বিপরীতে তাদের গোল ১০টি। তাছাড়া সর্বশেষ ৩ ম্যাচেই রক্ষণ অক্ষত ছিল। 

/এফআইআর/   
সম্পর্কিত
রোনালদোদের নতুন কোচ জেসুস
জোতাকে হারিয়ে শোকাহত রোনালদো
ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন বলেই ক্লাব বিশ্বকাপে খেলেননি রোনালদো
সর্বশেষ খবর
কবি নজরুল কলেজে ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে পোস্টার প্রদর্শনী ও আলোচনা সভা
কবি নজরুল কলেজে ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে পোস্টার প্রদর্শনী ও আলোচনা সভা
অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করতে আগ্রহী বেইজিং: চীনা প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করতে আগ্রহী বেইজিং: চীনা প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাতে ঢাকায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাতে ঢাকায় এনসিপির মশাল মিছিল
বাংলাদেশে ক্রিকেট খেলতে হলে সমালোচনা সহ্য করতেই হবে: সালাউদ্দিন
বাংলাদেশে ক্রিকেট খেলতে হলে সমালোচনা সহ্য করতেই হবে: সালাউদ্দিন
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
র‍্যান্ডম পদ্ধতিতে ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটে নির্বাচন করেছে এনবিআর
র‍্যান্ডম পদ্ধতিতে ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটে নির্বাচন করেছে এনবিআর
পুলিশ সুপারের কার্যালয়ে ‘আশ্রয় নিয়েছেন’ এনসিপি নেতারা
পুলিশ সুপারের কার্যালয়ে ‘আশ্রয় নিয়েছেন’ এনসিপি নেতারা
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি
এমপিও জালিয়াতির অভিযোগে আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত
এমপিও জালিয়াতির অভিযোগে আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত