আল হিলাল আবার ক্রিস্টিয়ানো রোনালদোর শিরোপা স্বপ্ন ভেঙে দিলো। শনিবার সৌদি সুপার কাপ ফাইনালে তিনি আল নাসরকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু বিরতির পর বিধ্বস্ত হলো আল নাসর। ১৭ মিনিটে চার গোল খেলো তারা। ৪-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন হলো গত আসরে ঘরোয়া ট্রেবল জেতা আল হিলাল।
প্রথমার্ধে দুই দলের লড়াইয়ে আল নাসরই কেবল লক্ষ্যে শট রেখেছিল। সতীর্থের পাসে বক্সের সেন্টার থেকে বাঁ পায়ের শট নেন রোনালদো। বল পোস্টে লেগে জালে জড়ায়। ৪৪ মিনিটে এগিয়ে যায় আল নাসর।
দ্বিতীয়ার্ধে আল নাসরকে নিয়ে ছেলেখেলা করেছে আল হিলাল। আলেক্সান্ডার মিত্রোভিচের জোড়া গোল ছিল গেম চেঞ্জার। তাদের দারুণ প্রত্যাবর্তনের শুরুটা হয় ৫৫ মিনিটে। ওয়ান টু পাসে বক্সে ঢুকে মিলিঙ্কোভিচ সাভিচ গোল শোধ দেন।
মিত্রোভিচ ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে স্কোর ৩-১ করেন। ৬৩ মিনিটে হেড করে লিড এনে দেন তিনি। ৬৯ মিনিটে আল নাসরের ঘুরে দাঁড়ানোর শেষ আশাতেও তিনি পানি ঢালেন। ছয় গজ বক্স থেকে প্রতিপক্ষের রক্ষণ চিড়ে জাল কাঁপান মিত্রোভিচ।
৭২ মিনিটে ম্যালকম চতুর্থ গোল করেন। আল নাসর কিপার বেন্তো বল হাতে রাখতে পারেননি। ম্যালকম সহজেই বল কেড়ে নিয়ে জাল কাঁপান।