একুশে ফেব্রয়ারি মহান ভাষা দিবসকে কেন্দ্র করে বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের জার্সির পেছনে বাংলায় লেখা নাম। এমন আয়োজনের ম্যাচে জিতে মাঠ ছেড়েছে ভ্যালেরি তিতের দল। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শনিবার চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলে জেতে কিংস। প্রথম পর্বে বন্দরনগরীর দলটিকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।
দশম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে মোহামেডান, ২৭ পয়েন্ট তাদের। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান কমিয়ে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলো আবাহনী। তৃতীয় স্থানে থাকা কিংসের পয়েন্ট ২০।
এই রাউন্ডের পর ফের শুরু হবে লিগের বিরতি। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাই সামনে রেখে প্রস্তুতিতে নামবে বাংলাদেশ জাতীয় দল। এপ্রিলে একাদশ রাউন্ড দিয়ে ফের শুরু হবে লিগের দ্বিতীয় পর্ব।
ময়মনসিংহে দাপুটে শুরু করা কিংস ২০ মিনিটে দারুণ বোঝাপড়ায় গোল পায়। বক্সের ওপরে সোহেল রানা জুনিয়রকে বল বাড়িয়ে ডিফেন্ডারদের ফাঁক গলে বক্সে ঢুকে পড়েন ফয়সাল আহমেদ ফাহিম। ফিরতি থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারকে অনায়াসে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।
২৮ মিনিটে বক্সে রাকিব হোসেনের শট রাকিব খান ইভানের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মিগেল ফিগেইরা দামাশেনো সফল স্পট কিকে ব্যবধান করেন দ্বিগুণ। বলের লাইনে ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও আরমান আটকাতে পারেননি গতিময় শট।
৬৫ মিনিটে রাব্বী হোসেন রাহুল গোলকিপারকে কাটিয়ে ফাঁকা পোস্টে শট নিয়ে গোল উদযাপনের অপেক্ষায় ছিলেন, কিন্তু বিদুৎ গতিতে ছুটে গিয়ে কোনোমতে পা দিয়ে আটকে দেন চট্টগ্রাম অধিনায়ক ফজলে রাব্বী।
৭৫ মিনিটে বক্সে দামাশেনোকে আটকাতে গোলকিপার আরমান পোস্ট ছেড়ে বেরিয়ে ঝাঁপিয়ে পড়েন। তাতে দামাশেনো পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বলের নাগাল পাওয়ার দাবি করে আরমান প্রতিবাদ জানাতে থাকেন। সহকারীদের সঙ্গে আলোচনা করে পেনাল্টি বাতিল করে গোল কিকের নির্দেশ দেন রেফারি নাসির উদ্দিন। দ্বিতীয়ার্ধে আর গোল না পেলেও পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কিংস।