হবিগঞ্জে নিজ গ্রামের বাড়িতে সংক্ষিপ্ত সফর শেষে আজ মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। সিলেট থেকে বিমানে ঢাকায় এসে সরাসরি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতীয় দলের আবাসস্থলে পৌঁছান ২৭ বছর বয়সী তারকা।
হোটেলে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ কয়েকজন কর্মকর্তা হামজাকে অভ্যর্থনা জানান। এখানেও কর্মকর্তাসহ অনেকেই তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০ মার্চ বাংলাদেশ দল ভারতের উদ্দেশে রওনা হবে। আগামীকাল বুধবার সংবাদ সম্মেলনে ঘোষণা হতে পারে বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড। এছাড়া এই দিনে কিংস অ্যারেনাতে অনুশীলন সেশনেও থাকার কথা রয়েছে হামজার।
এদিকে জানা গেছে, বুধবার ফাহমিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা।