শেষ মুহূর্তে ব্রাজিলের সঙ্গে চুক্তি থেকে সরে দাঁড়ালেন কার্লো আনচেলত্তি। সেলেসাওদের সঙ্গে তার মৌখিক সম্মতির কথা শুনে বেঁকে বসেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। মাদ্রিদ ক্লাবের সঙ্গে করা আগামী বছরের জুন পর্যন্ত করা চুক্তি সম্পন্ন করতে তিনি চাপ দিয়েছেন ইতালিয়ান কোচকে। চুক্তি অনুযায়ী ১ কোটি ১০ লাখ ইউরোর যে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল তাকে, সেটা দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পেরেজ। এত বিপুল পরিমাণ অর্থ ছাড়তে অনিচ্ছুক হয়ে ব্রাজিলের সঙ্গে চুক্তি করেননি আনচেলত্তি।
তবে এবার রিয়াল ছাড়ার কথা ভাবতে পারেন আনচেলত্তি। কারণ সৌদি আরব থেকে পেয়েছেন লোভনীয় প্রস্তাব। প্রতি মৌসুমে প্রায় ৫ কোটি ইউরো তাকে দিতে যোগাযোগ করছে সৌদি প্রো লিগের ক্লাব। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে।
ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো স্পোর্ত জানিয়েছে, ব্রাজিলের চেয়েও তিনগুণ অর্থ আনচেলত্তিকে দিতে চায় সৌদি ক্লাব আল হিলাল। তারা মৌসুমপ্রতি রিয়ালের বর্তমান কোচকে ৪ কোটি ইউরো পারিশ্রমিক দেবে।
এর আগেও আল হিলাল আনচেলত্তিকে ২ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সাড়া দেননি তিনি। এবার সেই অঙ্কটা দ্বিগুণ বেশি। এবার কি সাড়া দেবেন ইউরোপিয়ান ফুটবলের চৌকস এই কোচ!