শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন যশোর শামস উল হুদা ফুটবল অ্যাকাডেমিত এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল উইক আয়োজন করতে যাচ্ছে। এই ফুটবল ফেস্টিভ্যালে খুলনা বিভাগের ১৫টি ফুটবল অ্যাকাডেমি হতে ৬০০ জন খুদে ফুটবলাররা দিনব্যাপী অংশ নেবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্শেলো কার্লোস সিসা।
এই রাষ্ট্রদূতকে সেখানে নেওয়ার অন্যতম উদ্দেশ্য হলো বিশ্ব চ্যাম্পিয়ন দেশটির সঙ্গে ফুটবলীয় সম্পর্ক আরও নিবিড় করা।
বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘যশোরে ৮-১৪ বছর বয়সী প্রচুর ফুটবলারের অংশগ্রহণে ফেস্টিভ্যাল হবে। আমরা চাইছি যারা ফুটবলে ভালো দেশ রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে। তাই আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে যশোরের অনুষ্ঠানে আসার প্রস্তাব দিতেই তিনি রাজি হয়ে যান। তিনি এসে এতো ফুটবলারদের মিলনমেলাটা দেখুক। এতে করে বিশ্বচ্যাম্পিয়ন দেশের সঙ্গে ফুটবল নিয়ে সামনে কাজ করা সহজ হবে। আমরা চাই তাদের ওখানে গিয়ে আমাদের কোচ কিংবা খেলোয়াড়রা যেন উন্নত প্রশিক্ষণ নিতে পারে। আবার ওখান থেকে আমাদের অ্যাকাডেমিগুলোতে এসে যেন সহায়তা করতে পারে। তবে শুধু আর্জেন্টিনা নয়, ব্রাজিল, জার্মানি, তুরস্কসহ অন্য উন্নত ফুটবল দেশের সঙ্গেও আমরা কাজ করতে চাই।’
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী, মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী (হ্যাপি) ও ফাহাদ মোহাম্মদ করিমসহ অন্যদের থাকার কথা রয়েছে।