X
রবিবার, ২৫ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরুর পরই বন্ধ, বাফুফের দুঃখ প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৫, ২৩:৪২আপডেট : ২৪ মে ২০২৫, ২৩:৪২

হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবলে আকর্ষণ এখন অন্যমাত্রায়। আগামী ১০ জুন ঢাকায় বাংলাদেশ-সিঙ্গাপুরের এশিয়ান বাছাইপর্বের ম্যাচ ঘিরে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা বেড়ে গেছে। আর এই ম্যাচ সামনে থেকে দেখতে টিকিট কাটার জন্য অনলাইনে হুড়োহুড়ি পড়ে গেছে। শনিবার দুপুরে টিকিট ছাড়ার কথা থাকলেও তা রাত পর্যন্ত পেছানো হয়। রাতে টিকিট বিক্রি শুরু হতেই তা বন্ধ হয়ে যায়। বাফুফে এজন্য দুঃখ প্রকাশ করেছে।

রাতে এক বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে জানিয়েছে, ‘বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির টিকিফাইয়ের ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এ কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে টিকিফাই ও সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট খুব শীঘ্রই জানানো হবে।’

শুরুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে জানানো হয়েছিল, টিকিফাই (tickify.live) ডট লাইভে টিকিট কেনা যাবে দুপুর ১২টা থেকে।  কিন্তু আজ নতুন ঘোষণায় জানানো হয়েছে, দুপুর ১২টার পরিবর্তে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনলাইনে রাত ৮টা থেকে পাওয়া যাবে। বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউসের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়।

নির্ধারিত সময়ের আগে থেকেই টিকিফাই ডট লাইভের ওয়েবসাইটে ঢু মারতে থাকেন ভক্তরা। শুরুর দিকে কয়েক মিনিট বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ অপশনে ক্লিক করে ভেতরে প্রবেশ করা গেলেও পরে আর তা করা যায়নি।

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস ফুটবলপ্রেমীদের ভোগান্তি নিয়ে বলেন, ‘আমরা টিকিফাইয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা জানিয়েছে, এক সঙ্গে লক্ষাধিক হিট হওয়ায় তাদের সার্ভারে সমস্যা হয়। বাফুফের পক্ষ থেকে তাদেরকে সার্ভার স্বাভাবিক ও সচল রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যেন ফুটবলপ্রেমীরা সহজে টিকিট সংগ্রহ করতে পারেন।’

টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম আড়াই হাজার টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা।

ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম আড়াই হাজার ও ক্লাব হাউজ-২ এর দাম ২ হাজার টাকা। যে কোনও ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
নজরুলের কবিতা-গানে অনুপ্রাণিত হয়ে চব্বিশের অভ্যুত্থানে প্রাণ দিয়েছে ছাত্র-জনতা: এনসিপি
নজরুলের কবিতা-গানে অনুপ্রাণিত হয়ে চব্বিশের অভ্যুত্থানে প্রাণ দিয়েছে ছাত্র-জনতা: এনসিপি
মোস্তাফিজের তিন উইকেট, পাঞ্জাবকে হারিয়ে আইপিএল শেষ দিল্লির
মোস্তাফিজের তিন উইকেট, পাঞ্জাবকে হারিয়ে আইপিএল শেষ দিল্লির
সর্বাধিক পঠিত
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
মিষ্টি বিদেশি আঙুর চাষ হচ্ছে দেশে, রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা
মিষ্টি বিদেশি আঙুর চাষ হচ্ছে দেশে, রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা