X
রবিবার, ২৫ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

মোস্তাফিজের তিন উইকেট, পাঞ্জাবকে হারিয়ে আইপিএল শেষ দিল্লির

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫, ০০:১০আপডেট : ২৫ মে ২০২৫, ০০:৩১

প্লে অফ নিশ্চিত করার পর প্রথমে গুজরাট টাইটান্স, তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হার দেখেছে আইপিএল থেকে বিদায় নেওয়া দুটি দলের কাছে। এবার একই দুর্ভাগ্য বরণ করতে হলো পাঞ্জাব কিংসকে। মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের পর সালমান রিজভীর ঝড়ো ব্যাটিংয়ে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে দলটি। দিল্লি তাদের এই আসরের শেষ ম্যাচ জিতেছে ৬ উইকেটে।

আগে ব্যাটিংয়ে নেমেছিল পাঞ্জাব। ৮ রানেই তাদের ওপেনিং জুটি ভেঙে দেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে প্রিয়ানশ আরিয়াকে (৬) ট্রিস্টান স্টাবসের ক্যাচ বানান বাংলাদেশি পেসার। 

প্রভসিমরান সিংয়ের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে ফিরে যান জস ইংলিস। মাত্র ১২ বলে ৩ চার ও ২ ছয়ে ৩২ রান করেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার।

ভিপ্রাজ নিগমের টানা দুই ওভারে ইংলিস ও প্রভসিমরান ফিরে যান। ১৮ বলে ২৮ রান করেন প্রভসিমরান।

পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৪ বলে ৫ চার ও ২ ছয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন। তবে মার্কাস স্টয়নিস ১৬ বলে ৩ চার ও ৪ ছয়ে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে দুইশর ওপরে রান এনে দেন।

মোস্তাফিজের পরের দুই শিকার শশাঙ্ক সিং (১১) ও মার্কো ইয়ানসেন (০)। 

৮ উইকেটে ২০৬ রান করে পাঞ্জাব। মোস্তাফিজ চার ওভারে সবচেয়ে কম ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান ভিপ্রাজ ও কুলদীপ যাদব।

বড় লক্ষ্যে নেমে ১০ ওভারেই ৯৩ রান তোলে দিল্লি। লোকেশ রাহুল ও ফাফ ডু প্লেসির ৫.৩ ওভারে ৫৫ রানের জুটি সেই ভিত গড়ে দেয়। ৩৫ রানে রাহুল ও ২৩ রানে ডু প্লেসি বিদায় নেওয়ার পর সেদিকুল্লাহ অটল ২২ রানের ছোট ইনিংসে অবদান রাখেন।

১১তম ওভারে সেদিকুল্লাহ আউট হলে করুণ নায়ারের সঙ্গে জুটি গড়েন সামির রিজভী। এই দুজনের ৩০ বলে ৬২ রানের ঝড়ো জুটিতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দিল্লিকে। করুণ ২৭ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৪ রান করে আউট হন।

জয়ের বাকি কাজ শেষ করে আসেন রিজভী ও স্টাবস। দুজনে ২৭ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ জেতান। ২৫ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন রিজভী। ১৮ রানে টিকে ছিলেন স্টাবস।

১৯.৩ ওভারে ৪ উইকেটে ২০৮ রান করে দিল্লি। 

১৩ ম্যাচে চতুর্থ হারে ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে পাঞ্জাব। শীর্ষ দল গুজরাটের (১৮) চেয়ে এক পয়েন্ট পিছিয়ে এবং সমান পয়েন্ট নিয়ে তাদের পরে বেঙ্গালুরু।

/এফএইচএম/
সম্পর্কিত
হায়দরাবাদের কাছে হেরে শীর্ষে ওঠা হলো না বেঙ্গালুরুর
মার্শের ঝড়ো সেঞ্চুরিতে গুজরাটকে হারালো লখনউ
মোস্তাফিজদের বিদায় করে প্লে অফে মুম্বাই
সর্বশেষ খবর
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
নজরুলের কবিতা-গানে অনুপ্রাণিত হয়ে চব্বিশের অভ্যুত্থানে প্রাণ দিয়েছে ছাত্র-জনতা: এনসিপি
নজরুলের কবিতা-গানে অনুপ্রাণিত হয়ে চব্বিশের অভ্যুত্থানে প্রাণ দিয়েছে ছাত্র-জনতা: এনসিপি
হামজাদের স্বপ্ন ভেঙে আট বছর পর প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড
হামজাদের স্বপ্ন ভেঙে আট বছর পর প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড
সর্বাধিক পঠিত
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
মিষ্টি বিদেশি আঙুর চাষ হচ্ছে দেশে, রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা
মিষ্টি বিদেশি আঙুর চাষ হচ্ছে দেশে, রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা