ওয়েম্বলিতে গত ১০০ বছরের আক্ষেপ এবারও ঘুচাতে পারলো না শেফিল্ড ইউনাইটেড। ঐতিহাসিক এই মাঠে ১৯২৫ সাল থেকে অষ্টমবার নেমেও জিততে ব্যর্থ হলো তারা। চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে বাংলাদেশি তারকা হামজা চৌধুরীর দলের বিপক্ষে ২-১ গোলের ঘুরে দাঁড়ানো জয়ে আট বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে সান্ডারল্যান্ড।
বদলি নেমে টম ওয়াটসন ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে জাল কাঁপালে হামজাদের স্বপ্ন ভেঙে যায়। ওয়েম্বলিতে সান্ডারল্যান্ড তাদের তৃতীয় শটে অতিরিক্ত সময়ে গড়াতে যাওয়া ম্যাচ জিতে উৎসব করে।
সান্ডারল্যান্ড ম্যাচে তাদের দ্বিতীয় শট থেকে সমতা ফেরায় নির্ধারিত সময় শেষ হওয়ার ১৪ মিনিট আগে। এলিজার মায়েন্দা স্কোর ১-১ করেন। অথচ টাইরেস ক্যাম্পবেলের ২৫ মিনিটের গোলে প্রথমার্ধে লিড নিয়েছিল শেফিল্ড।
সান্ডারল্যান্ডকে প্রিমিয়ার লিগে তোলার নায়ক ওয়াটসন এই গ্রীষ্মে ব্রাইটনে যোগ দিচ্ছেন। দারুণ সাফল্য এনে দিয়ে তিনি বললেন, ‘আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কিছু। এটা অবিশ্বাস্য। আগামী বছরে প্রিমিয়ার লিগে আবার আমাদের একে অপরের সঙ্গে দেখা হবে। কয়েক সপ্তাহ ধরে আমি এটা (প্লে অফ ফাইনালে অবদান রাখা) ভাবছি। আমার মনে হয় এটা অদৃষ্টে লেখা ছিল। এর চেয়ে ভালো কিছু আমি আর দেখতে পাই না।’
শেফিল্ডের জন্য এই হার বেশ বেদনাদায়ক। এনিয়ে দশমবার তারা প্লে অফ খেলে লিগের টিকিট কাটতে ব্যর্থ হলো। ভক্তদেরও অপেক্ষা আবার দীর্ঘ থেকে দীর্ঘতর হলো।