রিয়াল মাদ্রিদে যে ভিনিসিয়ুস জুনিয়রের দেখা মেলে, জাতীয় দলের হলুদ জার্সিতে একই ব্যক্তির দেখা মেলে না। ব্রাজিলের কোচ হয়ে এবার ভিনির রিয়াল মাদ্রিদের ফর্মটা দেখতে চান কার্লো আনচেলত্তি। তাই পুরো দলকে তার সেরাটা বের করতে সহায়তা করা প্রয়োজন বলে মনে করেন ব্রাজিল কোচ।
রিয়াল মাদ্রিদকে অনেকগুলো শিরোপা এনে দেওয়া আনচেলত্তির দলে ছিলেন ব্রাজিল ফরোয়ার্ড। জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা। কাল শুক্রবার ভোর ৫টায় ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে নামার আগের সংবাদ মাধ্যমকে আনচেলত্তি বলেছেন, ‘আমি জানি না সে এখানে নিজের সেরা ফর্মে ছিল কিনা। কিন্তু রিয়ালে সে যা করেছে, এখানেও একই জিনিস করার যথেষ্ট সময় তার আছে। আমাদের জন্য সে মুখ্য খেলোয়াড়দের একজন। তাই এখানে সে যাতে সেরাটা দিতে পারে, সেটার জন্য আমাদের কাজ করা প্রয়োজন।’
ব্রাজিলের হয়ে ভিনিসিয়ুর অভিষেক করেছেন ২০২২ সালের বিশ্বকাপে। তার পর ২০২৬ বিশ্বকাপ বাছাইকে কেন্দ্র করে নিয়মিতই দলে খেলেছেন। কিন্তু রিয়াল মাদ্রিদে যে মান ধরে রেখেছেন, জাতীয় দলে সেটা পেতে সংগ্রাম করতে হয়েছে তাকে। তাই ভিনিকে নিয়ে নিজের প্রথম ম্যাচের কৌশল জানতে চাইলে আনচেলত্তি বলেছেন, ভারসাম্য রাখাই লক্ষ্য হবে তার, ‘আমি আসলে এমন দল সাজাবো না যেটার নিশ্চিত রূপ থাকবে। আমাদের রক্ষণ ভালো হতে হবে, সেটা হোক ৪-৩-৩ কিংবা ৪-৪-২। আমাদের সবাই মিলে ভালো ডিফেন্ড করতে হবে এবং বল নিয়ে হতে হবে বুদ্ধিদীপ্ত। আর ব্যক্তিগত মান এখন আর যথেষ্ট নয়। এখানে সব কিছুর সমন্বয় লাগে, তার সঙ্গে থাকতে হবে মানসিকতা, তাড়না ও নিবেদন।’