X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

হকির উন্নয়নে সব ধরনের সহায়তা করবে বিসিবি: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ১৮:১৭আপডেট : ১২ মে ২০১৬, ১৮:২১

প্রিমিয়ার হকি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ হকির উন্নয়নের জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও বিদেশি কোচের জন্য হকি ফেডারেশনকে আর্থিক সহযোগিতা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার হকি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নাজমুল হাসান পাপনের মধ্যস্থতায় অচলাবস্থার অবসান হয়ে আবার সবকটি দল নিয়ে প্রিমিয়ার হকি লিগ মাঠে গড়িয়েছে আজ থেকে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি এ সমস্যা নিরসনে মিডিয়া হিসেবে কাজ করেছি, আমার ওপর প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল। তার নির্দেশেই সবার সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের পথ খুঁজেছি।'

পাপন বলেন, 'ক্রিকেট এখন দেশের জনপ্রিয় খেলা, তবে ফুটবলও জনপ্রিয়। এর পরেই আছে হকি। হকির র‌্যংকিং এখন ২৮/২৯, পাঁচ বছরে একে ১৫-তে যদি নিয়ে যাওয়া যায় তাহলে হকির অবস্থান উঁচুতে পৌঁছাবে। আমি মনে করি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিলে, এটি অর্জন করা সম্ভব'

তিনি আরও বলেন, 'আমি আশা করি ক্রিকেটের মতো হকিও উন্নতির দিকে এগিয়ে যাবে। হকি ফেডারেশন এ ব্যাপারে কাজ করছে। তারা বিভিন্ন দেশের কোচদের সঙ্গে কথাবার্তা শুরু করেছে। হকির কোচের ব্যাপারে আমরাও অস্ট্রেলিয়া ও হল্যান্ডের সঙ্গে যোগাযোগ করছি।'

পাপন আরও জানান, শুধু বিদেশি কোচ নয়, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তাও প্রয়োজন। সেক্ষেত্রে হকি ফেডারেশন কর্পোরেট হকি লিগ আয়োজন করতে পারে। এছাড়া হকি স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের বিষয়ে হকি ফেডারেশনে চাইলে বিসিবি সহযোগিতার হাত প্রসারিত করবে।

হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ বলেন, 'বিসিবি সভাপতি হকি কোচের জন্য মাসিক ১৫ হাজার ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি অচিরেই আমরা বিদেশি কোচের ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।'

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক