X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কেন এমন দুরবস্থা হকি দলের?

তানজীম আহমেদ
১৭ অক্টোবর ২০১৭, ২২:৩৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২২:৪১

শুধু জাপানের সঙ্গে লড়াই করতে পেরেছে বাংলাদেশ। ছবি-ফেসবুক ঘরের মাঠে এশিয়া কাপ হকির মতো বড় প্রতিযোগিতা। বাংলাদেশের কাছে তাই প্রত্যাশা একটু বেশিই ছিল ক্রীড়াপ্রেমীদের। গ্রুপ পর্বে লড়াইয়ের আশা করেছিলেন  ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরাও। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। পাকিস্তানের কাছে ৭-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে স্বাগতিকরা। ভারতের বিপক্ষে পরের ম্যাচের স্কোরলাইনও ৭-০! জাপানের সঙ্গে দারুণ লড়াই করে শেষ মুহূর্তে দুই গোল খেয়ে ৩-১ ব্যবধানে হার। এশিয়ার সেরা হকি টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে তাই বিতর্ক আর সমালোচনার ঝড়। আগামী বৃহস্পতিবার স্থান নির্ধারণী ম্যাচে চীনের কাছে হারলে সমালোচনা যে আরও তীব্র হবে, বলাই বাহুল্য!

কোনও ম্যাচেই এক তাল-লয়ে খেলতে পারছে না বাংলাদেশ। বিশেষ করে শেষের দিকে খেই হারিয়ে ফেলছেন জিমি-চয়নরা। দলের এমন বাজে পারফরম্যান্সে কোচ মাহবুব হারুন স্বাভাবিকভাবেই হতাশ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আরও প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। শেষের দিকে চেষ্টা করেও প্রস্তুতি ম্যাচের আয়োজন করা যায়নি। খেলার আগে খেলোয়াড়দের যেভাবে নির্দেশনা দেওয়া হয়, তার পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না। খেলোয়াড়রা মনঃসংযোগ হারিয়ে ফেলছে। আশা করি, সামনের ম্যাচে দল ভালো করবে।’

সাবেক তারকা খেলোয়াড়রাও এমন বাজে পারফরম্যান্সে বিস্মিত, মর্মাহত। নব্বইয়ের দশকের তারকা খেলোয়াড় মামুনুর রশীদের অভিমত, ‘ফিজিক্যাল ফিটনেসে সমস্যা আছে খেলোয়াড়দের। শুরুর দিকে ভালো খেললেও শেষ পর্যন্ত তারা মনঃসংযোগ ধরে রাখতে পারছে না। যেমন জাপানের সঙ্গে শেষ দুই মিনিটে দুই গোল খেয়েছে। ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিকদের হাতে থাকছে না। ভারত-পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলতে হলে আলাদা পরিকল্পনা দরকার। ওদের চেয়ে বল পজেশনে আমরা এমনিতেই পিছিয়ে থাকি। এ ধরনের কঠিন ম্যাচ প্রতি আক্রমণ নির্ভর খেলা উচিত। কিন্তু গ্রুপ পর্বে দেখলাম তেমন খেলতে পারেনি দল।’

অনুশীলনের ঘাটতি ও কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস নিয়েও তিনি অসন্তুষ্ট, ‘দলের অনুশীলন কম হয়েছে সম্ভবত। প্রতিপক্ষের প্রায় সব আক্রমণেই আমরা পরাস্ত হয়েছি। কয়েকজন খেলোয়াড়ের শারীরিক সক্ষমতা আগের চেয়ে কমে গেছে, তাদের রিপ্লেসমেন্ট জরুরি। অবশ্য রিপ্লেস করার মতো ব্যাকআপ খেলোয়াড়ও আমাদের নেই। আসলে এভাবে হকিকে টেনে তোলা কঠিন। ঢাকা লিগ নিয়মিত আয়োজন আর সারাদেশে হকির চর্চা করা প্রয়োজন। নইলে ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে না।’

আরেক সাবেক তারকা খেলোয়াড় মওদুদুর রহমান শুভও হকির অধঃপতনে চিন্তিত। কিছুটা আক্ষেপ নিয়ে বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘ঘরোয়া হকি অনিয়মিত, যার প্রভাব পড়ছে জাতীয় দলে। টুর্নামেন্টের আগে তিন মাস ট্রেনিং করলে কী হবে, আমাদের ম্যাচ টেম্পারমেন্ট তেমন নেই। ভালো মানের খেলোয়াড়ের সংখ্যা কম।  সারা দেশে হকির চর্চা হলে খেলোয়াড়ের সংখ্যা যেমন বেড়ে যেতো, তেমনি জাতীয় দলও উপকৃত হতো। জাতীয় দলের খেলোয়াড়রা লাল-সবুজ পতাকা বুকে নিয়ে মাঠে নামে, কিন্তু তেমন অর্থ পায় না।’

খেলোয়াড়দের দোষ দিয়ে লাভ নেই অবশ্য। গত ছয় বছরে প্রিমিয়ার হকি লিগ হয়েছে মাত্র তিনবার। এশিয়া কাপের মতো বড় আসরে এমন দুরবস্থার জন্য শুধু খেলোয়াড়দের দায়ী করে লাভ নেই। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জে শিলাবৃষ্টি, বসতঘর ও ফসলের ক্ষতি
তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জে শিলাবৃষ্টি, বসতঘর ও ফসলের ক্ষতি
যানজট-গরমে রাজধানীবাসীর ভোগান্তি
যানজট-গরমে রাজধানীবাসীর ভোগান্তি
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?