X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

জাতীয় দলে সুযোগ পেয়ে রোমাঞ্চিত ইমন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৩

দ্বীন ইসলাম ইমন অভিজ্ঞ পুষ্কর খীসা মিমো বাদ পড়েছেন, তার জায়গায় সুযোগ পেয়েছেন দ্বীন ইসলাম ইমন। এই তরুণ ফরোয়ার্ডের ওপরে আস্থা রেখেছেন জাতীয় হকি দলের কোচ মাহবুব হারুন।

আগামী ৮ থেকে ১৭ মার্চ ওমানে হবে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব। এই টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে জায়গা পেয়ে ইমন রোমাঞ্চিত। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। লাল-সবুজের দলে জায়গা স্থায়ী করাই তার লক্ষ্য।

নৌবাহিনীতে কর্মরত ইমন অনেক কাঠখড় পুড়িয়ে, ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে সুযোগ পেলেন বাংলাদেশ দলে। ২০১৪ সাল থেকে প্রাথমিক দলে ডাক পাচ্ছিলেন তিনি, চারটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্ট্যান্ডবাই  তালিকাতেও তার নাম ছিল। কিন্তু মূল দলে সুযোগ পাচ্ছিলেন না কিছুতেই। গত অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপেও ছিলেন ‘দর্শক’।

তবে হতাশ হননি পুরোনো ঢাকার ছেলে ইমন। অনেক অপেক্ষার পর জাতীয় দলে সুযোগ তিনি উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে এই তরুণ ফরোয়ার্ড বললেন, ‘টানা চারটি প্রতিযোগিতায় স্ট্যান্ডবাই ছিলাম, কিন্তু হতোদ্যম হইনি, কঠোর পরিশ্রম করেছি। জানতাম একদিন সুযোগ আসবে, এবার সুযোগ পেলাম। এখন নিজেকে প্রমাণের পালা। ওমানে ভালো পারফর্ম করে নিজের জায়গা দৃঢ় করতে চাই।’

আরমানিটোলা স্কুলে পড়ার সময় হকিতে হাতেখড়ি ইমনের। সপ্তম শ্রেণিতে ভর্তি হন বিকেএসপিতে। আজাদ স্পোর্টিং ক্লাব, উষা ক্রীড়া চক্র, মোহামেডান ও আবাহনীতে খেলার অভিজ্ঞতা নিয়ে এখন তিনি জাতীয় দলে। কিছুদিন জার্মানিতে খেলার অভিজ্ঞতাও আছে।

ইমন সহ দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে আশাবাদী  কোচ মাহবুব হারুন। তার কথা, ‘নতুনদের মধ্যে প্রতিভা আছে, তাদের পারফরম্যান্সও ভালো। তরুণ প্রতিভাবানদের মধ্যে ইমন অন্যতম। ওমানে তার সামনে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল
ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল
‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’
‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’
সরকারের সব উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই: হানিফ
সরকারের সব উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই: হানিফ
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার