X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মোহামেডানকে হারিয়ে লড়াই জমিয়ে দিলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৮, ১৯:৪৩আপডেট : ০৪ জুন ২০১৮, ১৯:৫৮

গোলের আনন্দে লাফিয়ে উঠলেন আবাহনীর জয়ের নায়ক রোমান সরকার প্রিমিয়ার হকি লিগের প্রথম পর্ব একদমই ভালো কাটেনি আবাহনীর। আকাশি-হলুদ দল হার মেনেছিল মোহামেডান এবং মেরিনার ইয়াংস ক্লাব বা মেরিনার্সের কাছে। প্রথম পর্ব শেষে মাহবুব হারুন পর্যন্ত শিরোপা ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন।

তবে আজ আবাহনী কোচের মুখভরা হাসি! হাসারই কথা, তার দল যে সুপার ফাইভে মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে। ‍দুটি গোল করে এবং অন্যটি করিয়ে আবাহনীর জয়ে সবচেয়ে বড় অবদান তরুণ মিডফিল্ডার রোমান সরকারের।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে হাসান যুবায়ের নিলয়ের হ্যাটট্রিকে অ্যাজাক্সকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স। তাই তিন দলেরই এখন ৩৬ পয়েন্ট। আবাহনী অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে মোহামেডান ও মেরিনার্সের চেয়ে। আবাহনী-মেরিনার্স এবং মোহামেডান-মেরিনার্স ম্যাচ দুটোর ওপর তাই নির্ভর করছে লিগ শিরোপা।

প্রথম পর্বে ২-১ গোলে হারের প্রতিশোধের লক্ষ্যে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ছিল আবাহনী। দ্বিতীয় মিনিটে এগিয়েও যায় তারা। রোমানের আড়াআড়ি পাস থেকে গোল করেন ফাঁকায় থাকা মালয়েশিয়ান ফরোয়ার্ড তাজউদ্দিন আহমেদ।

তবে নবম মিনিটেই সমতা নিয়ে আসে মোহামেডান। পাল্টা আক্রমণ থেকে ভারতীয় ফরোয়ার্ড গুরজিন্দার সিংয়ের রিভার্স হিট আবাহনীর গোলকিপার আবু সাঈদ নিপ্পনের দুই পায়ের ফাঁক দিয়ে চলে যায় জালে।

২০ মিনিটে আবার এগিয়ে যায় আবাহনী। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের ড্র্যাগ ফ্লিক বাধা পেলেও রোমানের রিভার্স হিট ঠেকাতে পারেনি কেউ (২-১)।

বিরতির পরও ছিল তীব্র লড়াই। ৩৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গুরজিন্দারের রিভার্স হিটে ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতা নিয়ে আসে মোহামেডান।

তবে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি সাদা-কালো শিবির। ৬১ মিনিটে আরশাদের পাস থেকে রিভার্স হিটেই আবাহনীর জয়সূচক গোলদাতা রোমান। এর আগে একটি রিভিউ নিয়ে দুই পক্ষের উত্তেজনায় মিনিট দশেক বন্ধ ছিল খেলা।

কয়েক দিন আগেও হতাশায় ম্রিয়মান ছিলেন মাহবুব হারুন। তবে মোহামেডানকে হারানোর পর তার কণ্ঠে আশাবাদ, ‘সুপার ফাইভের চারটি ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য। দেখা যাক কী হয়!’

অন্যদিকে মোহামেডানের তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমির আত্মবিশ্লেষণ, ‘আমাকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। আর বাকি দুই ম্যাচ আমাদের জিততেই হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি