X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ঊষাকে ভয় ধরিয়ে দিয়েছিলেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৪, ১৯:৩৩আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৯:৪৪

আর একটু হলেই পয়েন্ট ভাগাভাগি করতে হতো ঊষা ক্রীড়া চক্রকে। তাদের ভয় ধরিয়ে দিয়েছিল পুলিশ এফসির ভারত-পাকিস্তানের খেলোয়াড়। তবে শেষ পর্যন্ত স্থানীয় তৈয়ব আলীর গোলে ঊষা প্রিমিয়ার হকি লিগে ৩-২ গোলে পুলিশ এসসিকে হারিয়েছে। নিজেদের পঞ্চম ম্যাচে তৃতীয় জয় তুলে নিলো দীর্ঘদিন পর লিগে ফেরা পুরান ঢাকার দলটি। 

রবিবার মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে পুলিশের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে মোহাম্মদ আশিকুজ্জামানের শিষ্যদের। ঊষার দুই ভারতীয় মোহাম্মদ শারিক ও অনিকেত গুরাভ একটি গোল করেন। ঊষার অপর গোলটি করেন তরুণ মিডফিল্ডার বিকেএসপির তৈয়ব আলী। এই গোলেই মূলত জয় নিশ্চিত হয় দলটির। 

খেলায় পুলিশের জার্সিতে দুটি গোল করেন পাকিস্তানের ইহতিসাম আসলাম এবং ভারতের দীপক প্যাটেল।

শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথম কোয়ার্টারে দুই দলই গোল আদায়ের যথেষ্ট চেষ্টা করে। তবে প্রথম গোলের দেখা পেতে ২৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে শুরুতে এগিয়ে নেন ঊষার মোহাম্মদ শারিক। ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে পুলিশকে সমতায় ফেরান দীপক।

তবে সমতা খুব বেশি সময় থাকেনি। পরের মিনিটেই আবারও এগিয়ে যায় ঊষা। অনিকেত পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন। ৩৭ মিনিটে দারুণ এক ফিল্ড গোলে আবারও সমতায় ফেরে পুলিশ। গোলটি করেন ইহতিসাম আসলাম। ৪৪ মিনিটে পুলিশের তিন খেলোয়াড়কে কাটিয়ে দারুণ এক হিটে গোল তুলে নেন ঊষার তৈয়ব।

খেলার বাকি সময় দুই দলই চেষ্টা করেছে গোল বাড়িয়ে নেওয়ার। তবে কেউই সফল হতে পারেনি। জয় নিয়ে টার্ফ ছাড়ে ঊষা ক্রীড়া চক্র।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!