X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাবা মোস্তফার স্বপ্ন পূরণ করে এগিয়ে চলেছেন তিন ভাই

তানজীম আহমেদ
১৭ মার্চ ২০২৪, ২৩:২৯আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২৩:৩৪

মোহামেডানের কট্টর সমর্থক মোহাম্মদ মোস্তফা হোসেন। মাঝেমধ্যে স্কুল জীবনে হকি খেলতেন। তবে ক্যারিয়ার গড়তে পারেননি। নিজে খেলতে না পারলেও মাঠে খেলা হলেই দেখা চাই। আপাদমস্তক ক্রীড়ামোদী একজন মানুষ। নিজে খেলোয়াড় না হতে পারলেও তার পাঁচ ছেলে তার মতো শুধু ক্রীড়ামোদী নয়, তিন জন তো দেশের শীর্ষ হকি লিগে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। পুরান ঢাকার আরমানিটোলা তারা মসজিদ সংলগ্ন এলাকা থেকে উঠে আসা আফসার উদ্দিন, নাইম উদ্দিন ও আবেদন উদ্দিন এখন মোস্তফার পরিবারের বড় গর্ব।

মোস্তফার বড় দুই ছেলে ক্রিকেট খেলে দ্বিতীয় বিভাগ পর্যন্ত গিয়ে আর সামনে এগোতে পারেনি। কিন্তু পরের তিন জন হকিতে এসে প্রিমিয়ার লিগসহ জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন।

হকির আঁতুরঘর হিসেবে পরিচিত আরমানিটোলায় বাসা হওয়ায় তিন ভাইয়ের হকির প্রতি দুর্বলতা আগে থেকেই ছিল। আরমানিটোলা স্কুলে পড়ার সময়ে হকির প্রতি তিন ভাইয়ের ভালোবাসা বাড়ে, যদিও একজন কসাইটুলি স্কুলে পড়েছেন কিন্তু হকি শিখেছেন আরমানিটোলার স্কুলে। ওস্তাদ ফজলুল ইসলামের হাত ধরে হকিতে কারিকুরি শুরু। বড় ভাই আফসার ২০০৮ সালে এসএসসি পরীক্ষায় দেওয়া অবস্থায় প্রিমিয়ার লিগে অভিষিক্ত হন। ফরোয়ার্ড পজিশনে বর্তমানে খেলছেন পুলিশ স্পোর্টিংয়ের হয়ে। বাকি দুই জন নাইম ও আবেদ পরবর্তীতে বিকেএসপিতে ভর্তি হয়ে আজ এতদূর এসেছেন। বর্তমানে খেলছেন মেরিনার্স ও আবাহনী লিমিটেডে, দুজনেই মিডফিল্ডার।

বাবার সঙ্গে আফসার

ক্রিকেট-ফুটবলের যুগে জনপ্রিয়তায় তলানির দিকে থাকা হকির প্রতি ভালোবাসা তাদের অন্য কারণে। হকির জনপ্রিয়তা দিনকে দিন কমছে। তবে পুরান ঢাকায় আরমানিটোলাতে বলতে গেলে এখনও আগের রেশ রয়েছে। 

৩০ বছর বয়সী আফসার যেমন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের এলাকাটা হকির জন্য বিখ্যাত। এখান থেকে অনেক খেলোয়াড় বের হয়েছে। বের হচ্ছেও। আমার বাবা ক্রীড়ামোদী মানুষ। তাই সব মিলিয়ে আমাদের সব ভাইয়ের খেলার প্রতি অন্যরকম আবেগ। হকিতে আমি প্রথম আসি। আমার দেখাদেখি অন্য দুজনও খেলছে। আমাদের বাবাই আমাদের সকালে হকির ট্রেনিংয়ে নিয়ে যেতেন। বয়স হলেও এখনও পারলে ভুল-ত্রুটি ধরিয়ে দেন।’

তবে তিন ভাই ক্রিকেট বা ফুটবলে ক্যারিয়ার না গড়ে হকিতে কেন দিশা খুঁজে নিয়েছেন? এমন প্রশ্নের উত্তরে আফসার বলেছেন, ‘আমাদের সবারই হকি প্রতি বেশ টান। বলতে পারেন আরমানিটোলায় জন্ম বা থাকার কারণে। হকি খেলে আমাদের পরিচিতি হয়েছে। সবাই চেনে জানে। আলাদা সম্মান করেও। আমি নিজে খুশি।’

বড় ভাই আফসারের মতোই আবেদও জানালেন প্রায় একই কথা। এবার হকি খেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড়ি কোটায় সুযোগ হয়েছে তার। তাই খেলার প্রতি মমত্ববোধ রেখেই ২২ বছর বয়সী আবেদ বলেছেন, ‘হকি খেলেই আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি। যদিও ক্রিকেট বা ফুটবলের মতো জনপ্রিয় নয় খেলাটা। সবাই যে আমাদের চেনে জানে তাও নয়। তবে আমাদের হকির জগতে আমাদের সুনাম আছে। লিগটা নিয়মিত হলে হয়তো আমাদের পরিচিতি আরও বাড়তো। এছাড়া অন্য খেলা খেলে পরিচিতি তো নাও হতে পারতো। দেশে হকির তো ঐতিহ্য আছে। আর যারা হকি একবার খেলে তারা এটা ছাড়তে পারে না।’

তিন ভাই দেশের বড় দলগুলোতে খেলেছেন। এখনও খেলছেন। আবার গতবার আবাহনী লিমিটেডের হয়ে একই সঙ্গে খেলার অভিজ্ঞতাও হয়েছে। 

আফসার বা আবেদের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে খেলা হয়নি। তবে প্রথম জন স্ট্যান্ড বাই তালিকায় ছিলেন। আর পরের জন্য যুব দলে খেলেছেন। তবে নাইমের আবার মূল দলে খেলা হয়েছে। স্টিকের কারুকাজ দেখিয়ে চলেছেন। ২৬ বছর বয়সী নাইমও খুশির বারতা জানান দিলেন, ‘তিন ভাই হকি খেলছি। এটা আমাদের পরিবারের জন্য অনেক আনন্দের। যতদিন পারবো, সবাই মিলে খেলে যাবো।’

ছেলেদের হকিতে ক্যারিয়ার গড়তে দেখে বাবা মোস্তফাও বেশ খুশি, ‘আসলে হকি খেলাটা বেশ মজার। দেখতে ভালো লাগে। আমাদের এখানে ঐতিহ্য আছে। তাই নিজে টুকটাক খেললেও ক্যারিয়ার গড়া হয়নি। তাই ছেলেদের সবসময় উৎসাহ দিয়েছি। তিন জনই শীর্ষ পর্যায়ে অনেক দিন ধরে হকি খেলছে তা দেখে ভালো লাগছে। আমি খুশি বলতে পারেন।’

পুরান ঢাকায় বংশপরম্পরায় হকির চর্চাটা বেশি হয়ে থাকে। এই যেমন প্রয়াত আব্দুর রাজ্জাক সোনা মিয়ার দুই ছেলে রাসেল মাহমুদ জিমি ও রাকিন আহমেদ, আব্দুল মালেক চুন্নুর ছেলে জনসহ অনেকেই খেলাটাকে এগিয়ে নিচ্ছেন।

আর হকিতে এর আগে পুরান ঢাকা থেকে তিন ভাই আয়েস, কায়েস ও লুলু প্রিমিয়ার লিগ ছাড়াও খেলেছেন জাতীয় দলে। এরপর মুসা মিয়া, ইসা মিয়া ও ইয়ামিন মিয়া। ফরিদপুর থেকে এসেছিলেন এই ত্রয়ী। আর আফসার-নাইম-আবেদরা এসেছেন আরমানিটোলা থেকে। বড়জন আফসারের ৫ বছর বয়সী ছেলেও স্টিক হাতে তৈরি হচ্ছেন বংশ পরম্পরায় হাল ধরতে, হকির ঐতিহ্যকে টিকিয়ে রাখতে। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় বৃত্তি পেলো ১৬০ স্কুলশিক্ষার্থী
কুষ্টিয়ায় বৃত্তি পেলো ১৬০ স্কুলশিক্ষার্থী
ওয়ালটন এসি কিনে মিলিয়নিয়ার গাজীপুরের আলী
ওয়ালটন এসি কিনে মিলিয়নিয়ার গাজীপুরের আলী
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
গরমে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা আছে: ইসি আনিছুর
গরমে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা আছে: ইসি আনিছুর
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস