X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

এক লাফে ৩৩ নম্বরে মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৬, ১৭:৫০আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৮:১৯

এক লাফে ৩৩ নম্বরে মিরাজ মাত্র দুই টেস্ট ম্যাচ খেলেই এক লাফে টেস্ট র‌্যাংকিংয়ের ৩৩ নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ।  বাংলাদেশি বোলারদের মধ্যে টেস্ট র‍্যাংকিংয়ে সাকিবের পরেই আছেন তরুণ এই অফ স্পিনার।  সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। মূলত চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট নিয়ে প্রথমবারের মতো বোলারদের র‌্যাংকিংয়ে জায়গা পেয়েছিলেন মেহেদী হাসান।  ওই ম্যাচ পর তার র‌্যাংকিং দাঁড়ায় ৬১।

রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১০৮ রানের বিশাল ব্যবধানে হারানোর দিনে তার অবদান গুরুত্বপূর্ণ ছিল। ঢাকা টেস্টে তিনি বল হাতে ১২টি উইকেট নিয়েছেন। তাতেই তিনি ঢুকে গেলেন আইসিসির ৩৩ নম্বর র‌্যাংকিংয়ে। তার এক বছর আগে অভিষেক হওয়া তাইজুল ইসলাম অবশ্য খানিকটা পিছিয়েছেন।

বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম তিনধাপ পিছিয়ে ৩৭তম স্থানে অবস্থান করছেন। এছাড়া টেস্ট অলরাউন্ডার হিসেবে আগের অবস্থান দুই এবং বোলার হিসেবে আগের অবস্থান ১৫ নম্বরে আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশি বোলারদের মধ্যে টেস্ট র‍্যাংকিংয়ে সাকিবের পরেই আছেন তরুণ অফ স্পিনার মেহেদী হাসান।

ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।  ইংল্যান্ডের বিপক্ষে এক সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে তিনি তিন ধাপ এগিয়েছেন। তার বর্তমান র‌্যাংকিং ২০। এটাই তার ক্যারিয়ার সেরা টেস্ট র‌্যাংকিং। ‍যদিও এর আগে টেস্ট র‌্যাংকিংয়ে ২০ নম্বরে উঠেছিলেন তিনি।

এছাড়া মুমিনুল হক ও সাকিব আল হাসান এক ধাপ উপরে উঠেছেন। মুমিনুলের অবস্থান ২৬ ও সাকিবের অবস্থান ২৭ নম্বরে। মুশফিক ৫ ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ আগের অবস্থান ৪৯ নম্বরেই আছেন।

/আরআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস