X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাসেল-ব্রাভোকে না খেলানোর ব্যাখ্যা দিলেন সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ০০:২০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ০০:২৪



রাসেল-ব্রাভোকে না খেলানোর ব্যাখ্যা দিলেন সুজন খুলনার বিপক্ষে ম্যাচ হেরে ঢাকার হয়ে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন। দলের গুরুত্বপূর্ণ ক্যারিবিয়ান দুই ক্রিকেটার আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোকে এদিন মাঠে নামায়নি ঢাকার টিম ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, প্রথম ম্যাচেই ৭৫ রানের ইনিংস খেলা এভিন লুইসও ছিলেন না ঢাকার একাদশে।

এই তিন ক্রিকেটারকে না খেলানো নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেছেন, ‘ব্রাভো, রাসেল আমাদের দলের গুরুত্বপূর্ণ দুজন ক্রিকেটার। আমি চাচ্ছিলাম ওদেরকে চিটাগংয়ের বিপক্ষে খেলাতে। এ ম্যাচ জিতলে আমরা চিটাগংয়ের বিপক্ষেই খেলতাম। আর এভিন লুইসের দুর্ভাগ্য। সে হোটেলে থাকা অবস্থায় একটা ইনজুরিতে পরেছে। ওকে চাচ্ছিলাম আমরা রাতের একটা ম্যাচ খেলাতে। কিন্তু ওকে শেষ পর্যন্ত পাইনি আমরা।’

ঢাকার হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ব্রাভো। ১১ ম্যাচে ১৭ উইকেট নিয়ে চতুর্থ সেরা উইকেট সংগ্রাহক ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। ব্যাট হাতে অবশ্য ৬৮ রানের বেশি করতে পারেননি তিনি। টানা খেলার ঝক্কি কমাতেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান সুজন, ‘ব্রাভো প্রতিটি ম্যাচেই আমাদের জন্য খেলেছে। ওর একটা বিরতি প্রয়োজন ছিল। যেহেতু আমরা ভালো অবস্থায় ছিলাম। সেক্ষেত্রে বিশ্রাম দিলে, পরবর্তীতে আমাদের জন্যেই ভালো হবে। নক আউট পর্বটাই মূল খেলা আমাদের জন্য। এখানে ১২ ম্যাচ খেলে, মূল জায়গাতে ভালো খেলতে না পারলে কোনও লাভ হবে না।’

এদিকে আন্দ্রে রাসেলকে না খেলানোর যুক্তি হিসেবে এই কোচ আরও বলেন, ‘বড় ম্যাচে সেরা একাদশ নিয়েই নামতে চাইবো আমরা। সবাইকে ফ্রেশ পাওয়া না গেলে সমস্যায় পড়তে হবে আমাদের। রাসেল শেষ ম্যাচেও খোঁড়াচ্ছিল, হাঁটুতে ব্যথা নিয়ে ব্যাটিং করেছে। তাই তাকেও বিশ্রাম দেওয়া হয়েছে।’

/আরআই/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক