X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জবাব দেওয়ার কিছু নেই: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
৩১ মার্চ ২০১৭, ১৯:৩৯আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৯:৫২

জবাব দেওয়ার কিছু নেই: মাশরাফি

নিউজিল্যান্ড সফরের পর ভারত সফরে প্রত্যাশা মতো ফল আসেনি। লঙ্কানদের বিপক্ষে বিদেশের মাটিতে ভালো খেলার যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে। তার পরেও মাশরাফি এমন জয়কে জবাব হিসেবে ভাবছেন না।

বিদেশের মাটিতে বাংলাদেশ দলের পরীক্ষাটা শুরু হয়েছিল গত নিউজিল্যান্ড সফর থেকে। কেননা তার আগে বাংলাদেশ ঘরের মাঠে অসাধারণ খেলে আসছিল। বাকি ছিল কেবল বিদেশের মাটিতে ভালো খেলা। বাইরে কেমন খেলে বাংলাদেশ-বিষয়টি অনেকের কাছেই বড় ধরনের প্রশ্ন আকারে এসেছিল।
যদিও নিউজিল্যান্ড সফরের পর ভারত সফরে প্রত্যাশা মতো ফল আসেনি। লঙ্কানদের বিপক্ষে বিদেশের মাটিতে ভালো খেলার যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে। তার পরেও মাশরাফি এমন জয়কে জবাব হিসেবে ভাবছেন না, ‘জবাব দেওয়ার কিছু নেই। যারা প্রশ্ন করে তারাও বাংলাদেশি, আমরা যারা খেলছি তারাও বাংলাদেশি। তাদের প্রত্যাশা অবশ্যই থাকে। প্রত্যাশা অনুযায়ী হয়তো সব সময় সব কিছু হয় না। সারা পৃথিবীতেই সবার জন্য দেশের বাইরের ম্যাচ খেলা কঠিন।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘যত দল ভারতে এসে খেলেছে ওদের জন্য কঠিন ছিল। আবার ভারত যখন অন্য কোথাও খেলতে যায় ওদের জন্য সেটা কঠিন। বাংলাদেশে যখন অন্য দল আসছে আমরা ভালো খেলছি। এটাই বাস্তবতা।’
এই বছর বাংলাদেশের দেশের বাইরে অনেক সিরিজ রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশকে আরও পরীক্ষায় বসতে হবে। মাশরাফি মনে করেন বড় দল হতে হলে বিদেশের মাটিতে ভালো ক্রিকেট খেলতে হবে, ‘বাংলাদেশ দল হিসেবে গড়ে উঠবে তখনই, যখন আমরা দেশের বাইরে বেশিরভাগ ম্যাচ জিততে থাকব। নিউজিল্যান্ড সফরের আগে বলেছিলাম, এটা আমাদের জন্য সত্যিকারের পরীক্ষা। আমরা ঘরের মাঠে বেশিরভাগ ম্যাচ জিতেছি, এখন শুরু হচ্ছে দেশের বাইরের ম্যাচ দিয়ে। নিউজিল্যান্ডে ফল আমাদের পক্ষে আসেনি, তবে অনেকগুলো ম্যাচে আমরা খুব কাছাকাছি ছিলাম। এখানে এসে একটা টেস্ট জিতেছি, একটা ওয়ানডে জিতেছি। উন্নতিটা কিন্তু একবারে হবে না।’
/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি