X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মাশরাফি এবার রংপুর রাইডার্সে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৭, ১৮:০৮আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৮:৩৬

মাশরাফি বিন মুর্তজা

কয়েক দিন ধরে ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, বিপিএলে দলবদল করতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। গুঞ্জনটাই সত্যি হলো শেষ পর্যন্ত। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। অনুমিতভাবে তিনিই রংপুরের অধিনায়ক। 

মাশরাফি অবশ্য অধিনায়কত্ব নিয়ে উচ্ছ্বসিত নন। রবিবার রাজধানীর বসুন্ধরায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘অধিনায়কত্ব করলে তো চাপ থাকেই। তবে আমি কখনও চাপ নেই না। আমি সবসময় সব কিছু উপভোগ করার চেষ্টা করি।’ নতুন দলকে সাফল্য এনে দেওয়ার আশাবাদ জানিয়ে তার মন্তব্য, ‘আমার চুক্তিটা বেশ দেরিতেই হলো। আমরা বেশ কয়েকজন ভালো বিদেশি খেলোয়াড় নিয়েছি। আশা করি, বিপিএলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারব।’ 

বিপিএলের আগের চার আসরে প্রত্যেক দল সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার রাখতে পারতো একাদশে। এবার শোনা যাচ্ছে, একাদশে বিদেশি রাখা যাবে পাঁচজন। মাশরাফি অবশ্য আগের নিয়মের পক্ষে, ‘আমি অবশ্যই চাই চারজন বিদেশি ক্রিকেটার একাদশে থাকুক। কারণ, তাহলে ৭ জন দেশি ক্রিকেটার সুযোগ পাবে একাদশে। বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে দেশি খেলোয়াড়দের বেশি সুযোগ দেওয়া উচিত। বিপিএল স্থানীয় ক্রিকেটারদের পারফর্ম করার একটা প্ল্যাটফর্ম। তাই তাদের স্বার্থে চারজনের বেশি বিদেশি ক্রিকেটার খেলানোর অনুমতি না দেওয়াই উচিত।’ 

শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্স নয়, মাশরাফির নেতৃত্বে ঢাকা গ্ল্যাডিয়েটর্সও চ্যাম্পিয়ন হয়েছিল বিপিএলে। রংপুর রাইডার্স তাই বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ককে পেয়ে উচ্ছ্বসিত। দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেছেন, ‘মাশরাফিকে দলে পেয়ে আমরা গর্বিত, আনন্দিত, উচ্ছ্বসিত। তাকে আমাদের দলে স্বাগত জানাই। আমাদের অধিনায়ক হবেন মাশরাফি, তিনি লাকি চার্ম। বিপিএলের আগের চার আসরে তিনবারই তার নেতৃত্বে খেলা দল শিরোপা জিতেছে। আশা করছি, রংপুর রাইডার্সের হারানো ইমেজ মাশরাফির মাধ্যমে ফিরিয়ে আনতে পারব।’

দলটির ম্যানেজার আনোয়ারুল ইকবালের কণ্ঠেও মাশরাফিকে পাওয়ার উচ্ছ্বাস, ‘আমি সব সময় বলি, একজন মানুষ ভালো হলে তার সব কিছুই ভালো হয়। মাশরাফি বিন মুর্তজা শুধু ভালো ক্রিকেটার নন, শতভাগ ভালো মানুষ। তিনি দলের জন্য জীবন দিয়ে খেলেন। মাশরাফিকে স্বাগতম।’ 

শুধু মাশরাফি নন, এবারের বিপিএলে রংপুর রাইডার্সের আরেক ‘সম্পদ’ নাজমুল আবেদীন ফাহিম। ক্রিকেটের সঙ্গে দীর্ঘ দিন জড়িয়ে থাকা ফাহিম রংপুরের ‘মেন্টর’ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বলেছেন, ‘অনেক দিন পর এমন একটা আয়োজনে যুক্ত হয়েছি। মাশরাফিকে পাওয়া অনেক বড় ব্যাপার। আশা করছি, আমাদের দল ভালো খেলবে, সেরা দল হিসেবে মেলে ধরবে নিজেদের।’ 

রংপুর রাইডার্সের কোচের দায়িত্ব পালন করবেন টম মুডি। অস্ট্রেলিয়ার এই সাবেক অলরাউন্ডার দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দলটির সঙ্গে। 

বিপিএলের পঞ্চম আসর ৪ নভেম্বর শুরু হওয়ার কথা। ক্রিকেটারদের নিলাম হতে পারে ১৬ সেপ্টেম্বর। 

/আরআই/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
নিষেধাজ্ঞা তুললেও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা
নিষেধাজ্ঞা তুললেও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল