X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অকল্যান্ডে গাপটিল ঝড়

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০০

দুর্দান্ত এক ইনিংস খেললেন গাপটিল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ‘ফাইনাল’ ভেন্যু অকল্যান্ড। শুক্রবার সেখানেই মুখোমুখি হয়েছে তাসমান সাগর পাড়ের দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগেই শিরোপার লড়াই নিশ্চিত করা অস্ট্রেলিয়ার বোলারদের এদিন নাভিশ্বাস উঠিয়ে ছেড়েছেন মার্টিন গাপটিল।

এদিন ৬ উইকেটে ২৪৩ রান করে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড ছুঁলো নিউজিল্যান্ড। গত জানুয়ারিতে মাউন্ট মানুনগানুইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে একই রান স্কোরবোর্ডে জমা করেছিল ব্ল্যাক ক্যাপরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে কলিন মুনরোর সঙ্গে রানের প্রতিযোগিতায় নেমেছিলেন গাপটিল। ঝড়ো ব্যাটিংয়ে অবশ্য তিনিই সবার আগে হাফসেঞ্চুরির দেখা পান ৩০ বলে। দশম ওভারে ডি’আর্চি শর্টের দ্বিতীয় বলে নিজের চতুর্থ ছয় মেরে পঞ্চাশের ঘরে পৌঁছান এ ওপেনার, তার আগে চারটি চারও হাঁকান তিনি। এক বল বিরতি দিয়ে হাফসেঞ্চুরি করেন মুনরোও। অবশ্য গাপটিলের চেয়ে তিন বল কম খেলেছেন তিনি। শর্টকে তৃতীয় ছক্কা মেরে ২৭ বলে ৫০ করেন মুনরো, ৫টি চারও ছিল তার এই ইনিংসে।

গাপটিল ও মুনরো মিলে দেড়শো রানের উদ্বোধনী জুটি গড়ার পথে ছিলেন। কিন্তু এন্ড্রু টাইয়ের বলে গ্লেন ম্যাক্সওয়েলের ক্যাচ হয়ে ফিরতে হয় মুনরোকে। ৩৩ বলে ছয়টি করে চার ও ছয়ে ৭৬ রান করেন তিনি। ভাঙে ১৩২ রানের জুটি। এরপর এক প্রান্ত আগলে রেখে অসি বোলারদের ওপর আরও চড়াও হন গাপটিল। ৪৯ বলে ৬ চার ও ৯ ছয়ে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান তিনি। সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের চেয়ে এক বল কম খেলে এখন নিউজিল্যান্ডের রেকর্ড দ্রুততম সেঞ্চুরিয়ান গাপটিল।

২০১০ সালে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন ম্যাককালাম।

সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি গাপটিল। টাইয়ের বলে লেগ সাইডে ম্যাক্সওয়েল তাকে ক্যাচ ধরে ফেরান। ৫৪ বলে ১০৫ রান করেন কিউই এই ওপেনার। দুই ঝড়ো ইনিংস খেলা ব্যাটসম্যানকে ফেরালেও সবচেয়ে বেশি রান দিয়েছেন টাই। ৪ ওভারে ৬৪ রান দিয়েছেন তিনি, ৭টি ছয় ও ৪টি চার দিয়েছেন।

গাপটিল ফেরার পর ৪ রানের ব্যবধানে নিউজিল্যান্ড হারায় ৩ উইকেট। রস টেলর ৬ বলে দুটি ছয়ে ১৭ রানে অপরাজিত থেকে দলীয় স্কোর আড়াইশ’র আশেপাশে রাখেন।  

দুটি করে উইকেট দিয়েছেন কেন রিচার্ডসন ও টাই।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি