X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার স্পিনে দক্ষিণ আফ্রিকার ভরাডুবি

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৮, ১৭:৫৩আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৭:৫৩

হেরাথ উদযাপন করেছেন দুইবার ২০১৫ সালের ভারত সফরের ভূত যেন চেপে বসেছে দক্ষিণ আফ্রিকার ঘাড়ে। গলে টেস্টে শ্রীলঙ্কার মাটিতে সর্বনিম্ন রানে অলআউট হয়েছে প্রোটিয়ারা। ২৮৭ রান করা লঙ্কানরা সফরকারীদের গুটিয়ে দিয়েছে ১২৬ রানে। তাতে ১৬১ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দ্বিতীয় দিনের খেলা শ্রীলঙ্কা শেষ করেছে ৪ উইকেটে ১১১ রানে।

দ্বিতীয় দিন শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার হাতেই। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হাতে রেখে ২৭২ রানে এগিয়ে আছে তারা।

১ উইকেট হারিয়ে ৪ রানে শুক্রবার খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের ১০ ব্যাটসম্যানের ৭ জনই শ্রীলঙ্কার স্পিনারদের শিকার। মাত্র চার ব্যাটসম্যান ‍দুই অঙ্কের ঘরে পৌঁছান। আর অধিনায়ক ফাফ দু প্লেসি (৪৯) কেবল করেছেন ২০ রানের বেশি।

দিলরুয়ান পেরেরা ছিলেন সবচেয়ে এগিয়ে ভারনন ফিল্যান্ডারের সঙ্গে সপ্তম উইকেটে দু প্লেসি ৬৪ রান যোগ না করলে অবস্থা আরও খারাপ হতে পারতো। সকালের সেশন তারা শেষ করে ৫১ রানে ৬ উইকেট হারিয়ে। আর শেষ ৪ উইকেট তারা হারায় ১১ রানের ব্যবধানে।

দিলরুয়ান পেরেরা সবচেয়ে বেশি ৪ উইকেট নেন। দুটি পান রঙ্গনা হেরাথ। আরেক স্পিনার লাকশান সান্দাকান পেয়েছেন এক উইকেট। স্পিনারদের দাপটের দিনে সুরাঙ্গা লাকমল শেষ ৩ উইকেট নিয়েছেন টানা তিন ওভারে।

বড় লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নে ৫১ রানের জুটি গড়েন দানুশকা ‍গুনাতিলাকার সঙ্গে। তারপর কেশব মহারাজের বাঁহাতি স্পিনে বিপদে পড়ে স্বাগতিকরা। ৪১ রানের ব্যবধানে ৪ উইকেট তুলে নেয় প্রোটিয়ারা।

মহারাজ নেন সর্বোচ্চ ৩ উইকেট। তবে করুনারত্নের গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন কাগিসো রাবাদা। ৬০ রান করেন করুনারত্নে। অ্যাঞ্জেলো ম্যাথুস ১৪ ও রোশেন সিলভা ১০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা