X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে জিতলো বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০১৯, ০০:৫৯আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০১:০৩

বেঙ্গালুরুর প্রথম জয়ের উল্লাস এবারের আইপিএলে জিততে ভুলেই গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অবশেষে ৭ ম্যাচে প্রথম জয়ের দেখা পেলো তারা কিংস ইলেভেন পাঞ্জাবের মাঠে।

শনিবার বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের ফিফটিতে ৮ উইকেটে জিতেছে বেঙ্গালুরু। ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার শেষে তারা। আর পাঞ্জাব এক ম্যাচ বেশি খেলে ৮ পয়েন্টে পঞ্চম স্থানে।

ক্রিস গেইলের ৯৯ রানের দারুণ ইনিংসে আগে ব্যাট করে পাঞ্জাব ৪ উইকেটে করে ১৭৩ রান। জবাবে কোহলি ও ডি ভিলিয়ার্সের ব্যাটে ১৯.২ ওভারে ২ উইকেটে ১৭৪ রান করে বেঙ্গালুরু।

লক্ষ্যে নেমে ৪৩ রানে প্রথম উইকেট হারায় বেঙ্গালুরু। পার্থিব প্যাটেল (১৯) বিদায়ের পর ডি ভিলিয়ার্সের সঙ্গে কোহলির ৮৫ রানের জুটি সবচেয়ে বেশি অবদান রাখে।

প্রথম জয়ের হাসি কোহলির মুখে ৩৭ বলে ৭ চারে হাফসেঞ্চুরি করা কোহলি ৬৭ রানে আউট হলে আর পেছনে ফিরতে হয়নি বেঙ্গালুরুকে। মার্কাস স্টোইনিসের সঙ্গে ৪৬ রানের অপরাজিত জুটিতে দলকে জেতান ডি ভিলিয়ার্স। ৩৮ বলে ৫ চার ও ২ ছয়ে ৫৯ রানে টিকে ছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান, ম্যাচসেরাও হন তিনি। জয়সূচক চার মারা স্টোইনিস ২৮ রানে খেলছিলেন।

পাঞ্জাবের পক্ষে মোহাম্মদ স্যামি ও রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট নেন।

আগে ব্যাট করে গেইল উপযুক্ত জুটি গড়ার মতো কাউকে পাননি। তবে নিজের কাজ ঠিক করে গেছেন ক্যারিবিয়ান ওপেনার। ২৮ বলে ৬ চার ও ৩ ছয়ে ফিফটি করেন তিনি। বলের সঙ্গে রানের গতি বাড়াতে না পারায় সেঞ্চুরি করা হয়নি তার। ইনিংসের শেষ বলে চার মারেন তিনি, কিন্তু সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকেন। তার ৬৪ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছয়।

বেঙ্গালুরুর পক্ষে যুজবেন্দ্র চাহাল সর্বোচ্চ দুটি উইকেট নেন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ