X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

অস্ট্রেলিয়াকে ৩৫৩ রানের লক্ষ্য দিলো ভারত

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০১৯, ১৯:২৭আপডেট : ০৯ জুন ২০১৯, ১৯:৩৪

ধাওয়ানের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে ৩৫৩ রানের বড় লক্ষ্য। এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে রবিবার তাদের বিপক্ষে ৫ উইকেটে ৩৫২ রান করেছে ভারত। লন্ডনের ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত পুরোপুরি কাজে লাগিয়েছে তারা। এই বিশ্বকাপে এটা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। শনিবার বাংলাদেশের বিপক্ষে ৩৮৬ রান করেছিল স্বাগতিক ইংল্যান্ড।

শুরুতেই উইকেট উদযাপনে মাতার সুযোগ এসেছিল অস্ট্রেলিয়ার। কিন্তু মিড উইকেটে নাথান কোল্টার নাইল ক্যাচ ফেলে দেন রোহিত শর্মার। ২ রানে জীবন পাওয়া এই ওপেনার করেন ৫৭ রান। দ্বিতীয় ওভারেই মিচেল স্টার্ক উইকেট না পাওয়ার হতাশায় পোড়েন।

বেঁচে যাওয়া রোহিত ১২৭ রানের উদ্বোধনী জুটি গড়েন শিখর ধাওয়ানকে নিয়ে। অবশ্য কোল্টার নাইলের কাছেই উইকেট হারান ভারতীয় ওপেনার। ৭০ বলে ৫৭ রান করে অ্যালেক্স ক্যারির ক্যাচ হন রোহিত।

ধাওয়ান ছিলেন অপ্রতিরোধ্য। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৯৩ রানের জুটি গড়ার পথে সেঞ্চুরি করেন তিনি। স্টার্কের বলে বদলি ফিল্ডার নাথান লায়নের ক্যাচ হয়ে ফিরে যান ভারতের এই ওপেনার। ১০৯ বলে ১৬ চারে ১১৭ রান করেন ধাওয়ান।

কোহলির সঙ্গে হার্দিক পান্ডিয়ার জুটি শুরুতেই বিচ্ছিন্ন হতে পারতো। কিন্তু কোল্টার নাইলের ওভারে পান্ডিয়ার ক্যাচ নিতে পারেননি ক্যারি। রানের খাতা না খুলেই জীবন পাওয়া এই অলরাউন্ডার ৮১ রানের জুটি গড়েন কোহলির সঙ্গে। ২৭ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন পান্ডিয়া।

উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি নেমে সাজঘরে বিদায় নিতেন দ্বিতীয় বলে। কিন্তু স্টার্কের বল তার ব্যাটে লেগে ক্যারির গ্লাভস ছুঁয়ে চলে যায় বাউন্ডারির বাইরে। শেষ পর্যন্ত ধোনি থেমেছেন ১৪ বলে ২৭ রান করে। শেষ ওভারের প্রথম বলে মার্কাস স্টোইনিস একহাতে দারুণ ফিরতি ক্যাচ নিয়ে তাকে বিদায় করেন।

ইনিংস শেষ হওয়ার এক বল বাকি থাকতে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দেন কোহলি। ৭৭ বলে চারটি চার ও দুটি ছয়ে ৮২ রান করেন ভারতের অধিনায়ক। লোকেশ রাহুল ৩ বলে ১১ রান করে দলীয় স্কোর সাড়ে তিনশ ছাড়ান।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন স্টোইনিস। একটি করে পান কামিন্স, স্টার্ক ও কোল্টার নাইল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল