X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রশিদকে নিয়ে টুইটারে বিদ্রূপের ঝড়

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০১৯, ২১:৪৭আপডেট : ১৮ জুন ২০১৯, ২২:১৮

রশিদ খান বিশ্বকাপের কয়েক দিন আগে শীর্ষ অলরাউন্ডারের জায়গা হারান সাকিব আল হাসানের কাছে। বিশ্বমঞ্চেও নেই ফর্মে, আগের চার ম্যাচে মাত্র ৩ উইকেট নেন আফগানিস্তানের এই তারকা স্পিনার। তবে সবচেয়ে বাজে দিন গেলো মঙ্গলবার। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা তুলোধুনো করে ছেড়েছেন তাকে। তাতে বিশ্বকাপে লজ্জার রেকর্ডের মালিক হলেন রশিদ। এমন পারফরম্যান্সের পর তাকে নিয়ে টুইটারে উঠেছে বিদ্রূপের ঝড়।

রশিদকে নিয়ে টুইটারে বিদ্রূপের ঝড় বিশ্বকাপে এখন সবচেয়ে বাজে বোলিং করার রেকর্ড রশিদের। ৯ ওভার বল করে ১১০ রান দিয়েছেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে এত রান দেননি আর কোনও বোলার। স্বাগতিক ব্যাটসম্যানরা তার বলে তিনটি চার ও ১১টি ছয় মেরেছেন। আরেকটু হলে ওয়ানডেতে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ডও তার হয়ে যেতো। আফগানদের ইনিংস শেষ হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া মিক লুইসের (১১৩) রেকর্ড অক্ষত থাকলো।

রশিদকে নিয়ে টুইটারে বিদ্রূপের ঝড় প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য ‘ভীতিকর’ রশিদের এই বাজে পারফরম্যান্স নিয়ে ব্যঙ্গ করেছেন ক্রিকেট সমর্থকরা। মাত্র ৪৯ বল করেই তিনি ১০০ রান দেন। তাতে অনেকে বিদ্রুপ করে টুইট করেছেন, কেভিন ও’ব্রায়ানকে (৫০ বলে সেঞ্চুরি) পেছনে ফেলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করেছেন রশিদ।

রশিদকে নিয়ে টুইটারে বিদ্রূপের ঝড় মনীষ পান্ডে নামের এক ভক্ত টুইট করেছেন, ‘দিন্দা অ্যাকাডেমির নতুন সদস্য এখন রশিদ খান।’ কোনও বোলার রান বেশি দিলেই আইপিএল ফাস্ট বোলার অশোক দিন্দার নামে ব্যঙ্গ করে খোলা এই অ্যাকাডেমির সদস্য বানান ভক্তরা।

রশিদকে নিয়ে টুইটারে বিদ্রূপের ঝড় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট টুইট করেছে, ‘আফগানিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে হলো দ্রুততম সেঞ্চুরি, রশিদ খান-৪৯ বলে আর এউইন মরগান- ৫৪ বলে।’ তানিম আরাফি লিখেছেন, ‘মাত্র ৯ ওভারে রশিদ খানের প্রথম সেঞ্চুরি। এক কথায় রশিদ খানের (৫৪ বলে ১১০ রান) এটাই অসাধারণ পারফরম্যান্স।’

রশিদকে নিয়ে টুইটারে বিদ্রূপের ঝড় ইংল্যান্ডের প্রশংসা করে পিটার মিলার টুইট করেছেন, ‘ইংল্যান্ড, যারা কিনা গুগলি একসময় বুঝতো না, তারাই রশিদকে উড়িয়ে দিলো ০/১১০ এ।’ জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার হারশা ভোগলের কাছে অবিশ্বাস্য ঠেকছে ব্যাপারটা, ‘ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি খরুচে বোলারের তালিকায় উপরের দিকে উঠে যাবে রশিদ, কারা এমনটা ভেবেছিলেন!’

রশিদকে নিয়ে টুইটারে বিদ্রূপের ঝড়

ভরত সিরভি নামের একজন তালিকা আকারে তুলে ধরেছেন রশিদের লজ্জার রেকর্ড- ওয়ানডেতে সবচেয়ে বেশি ছয় দেওয়া বোলার (১১), প্রথম স্পিনার হিসেবে এক ম্যাচে ১০০’র উপরে রান দেওয়া, বিশ্বকাপে সর্বোচ্চ রান দেওয়া এবং কোনও একজন বোলারের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যান এউইন মরগান (৭)।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা