X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের ধুয়ে দিলেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০১৯, ১৬:৩৬আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৬:৪৭

শেন ওয়ার্ন বিদায়ঘণ্টা বেজে গেছে অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের দাপুটে পারফরম্যান্সে আক্ষরিক অর্থে উড়ে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অ্যারন ফিঞ্চদের পারফরম্যান্সে সমালোচনার ঝড় বইছে। দেশটির কিংবদন্তি শেন ওয়ার্নও ধুয়ে দিয়েছেন তাদের। যদিও একই সঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন দারুণ ইনিংস খেলা স্টিভেন স্মিথকে।

বিশ্বকাপে প্রথমবার সেমিসফাইনালে হারের মুখ দেখলো অস্ট্রেলিয়া। আটবারের চেষ্টায় প্রথমবার ফাইনালে উঠতে ব্যর্থ বর্তমান চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের চমৎকার পারফরম্যান্সে দাঁড়াতেই পারেনি তারা। টস জিতে ব্যাটিংয়ে নামার পর ১৪ রান ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া অলআউট হয় ২২৩ রানে। ‘স্কাই স্পোর্টস’-এ লেখা কলামে ফিঞ্চদের পারফরম্যান্স মূল্যায়ন করেছেন ওয়ার্ন।

যেখানে বেশিরভাগ খেলোয়াড়দের ধুয়ে দিয়েছেন তিনি। কোপটা সবচেয়ে বেশি ফেলেছেন পিটার হ্যান্ডসকম্বের ওপর। বিশ্বকাপে প্রথমবার খেলতে নামা এই ব্যাটসম্যান আউট হন ৪ রানে। তার সম্পর্কে ওয়ার্নের মূল্যায়ন, ‘তার অস্ট্রেলিয়ার প্রথম একাদশে জায়গা পাওয়া উচিত নয়। রান করার কোনও ইচ্ছাই ছিল না। ছোট্ট ইনিংসে তার তিন থেকে চারবার আউট হওয়া উচিত ছিল।’

অস্ট্রেলিয়া প্রথম ধাক্কা খায় ফিঞ্চকে হারিয়ে। নিজের মুখোমুখি প্রথম বলে আউট ‍হয়ে যাওয়া অস্ট্রেলিয়ান অধিনায়ককে নিয়ে ওয়ার্নের বক্তব্য, ‘দারুণ এক ডেলিভারিতে প্রথম বলেই আউট হয়ে যাওয়া কোনও খেলোয়াড়কে নিয়ে মূল্যায়ন করা খুব কঠিন। ফিঞ্চ ভালো অধিনায়কত্ব করেছে, যদিও দিনটা তার জন্য কঠিন ছিল।’

যদিও অধিনায়ক ফিঞ্চের সমালোচনাও করলেন তিনি জেসন বেহরেনডর্ফের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে। ওয়ার্ন লিখেছেন, ‘এই ধরনের ফ্লাট উইকেটে সে (বেহরেনডর্ফ) মোটেও ভয় ছড়ানো কোনও বোলার নয়। তাছাড়া আমি অবাকও হয়েছি তাকে প্রথম ওভার করতে দেখে। মিচেল স্টার্কের করা উচিত ছিল (প্রথম ওভার)।’

সমালোচনার সঙ্গে প্রশংসাও ঝরল সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনারের মুখে। বিপদের সময় ৮৫ রানের অসাধারণ ইনিংস খেলা স্মিথ সম্পর্কে তার মূল্যায়ন, ‘স্মিথ ছিল দুর্দান্ত। সে না খেললে অস্ট্রেলিয়ার ১৫০ রান করাটাই কঠিন ছিল। অন্যপ্রান্তে উইকেট হারালেও সে দারুণ ব্যাট করেছে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!