X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ-ইংল্যান্ড যুব দলের রোমাঞ্চকর টাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৯, ০০:৩৮আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০০:৩৯

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শেষ বলে জিততে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দরকার ছিল ৩ রান। কিন্তু সেঞ্চুরি করা তৌহিদ হৃদয় নিতে পারলেন ২ রান। কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড যুব দলের বিপক্ষে সফরকারীদের ম্যাচটি শেষ হলো রোমাঞ্চকর ‘টাই’ দিয়ে। ত্রিদেশীয় সিরিজের ম্যাচটিতে তাই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড যুব দল ৭ উইকেটে করেছিল ২৫৬ রান। জবাবে হৃদয়ের হার না মানা ১০৪ রানের পরও টাইয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশের যুবরা। এরপরও ত্রিদেশীয় সিরিজে ৭ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। ইতিমধ্যে ফাইনালও নিশ্চিত করেছে তারা। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। আর ৭ ম্যাচে ৩ পয়েন্ট স্বাগতিক ইংল্যান্ডের।

টস হেরে ব্যাটিংয়ে নামা ইংলিশদের শুরুটা ভালো না হলেও জর্ডান কক্সের সেঞ্চুরিতে লড়াই করার মতো পুঁজি পায় তারা। কক্স ১৪৩ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ১২২ রান। মিডল অর্ডারের ব্যর্থতার পর শেষ দিকে অধিনায়ক জর্জ ব্যালডার্সনের ৫৬ রানের ইনিংসে ২৫৬ রান করে স্বাগতিকরা।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রাকিবুল হাসান। ১০ ওভারে ৩৩ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। ২টি উইকেট পেয়েছেন তানজীম হাসান সাকিব।

২৫৭ রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। ৬১ রান তুলতে তারা হারায় ৩ উইকেট। এরপরই শুরু হৃদয় ও শাহাদত হোসেনের প্রতিরোধ। শাহাদত ১০৩ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৬ রানে আউট হলেও সেঞ্চুরির পূরণ করেন হৃদয়।

১৩১ বলে হৃদয় অপরাজিত থাকেন ১০৪ রানে। ৯ বাউন্ডারিতে সাজানো চমৎকার ইনিংসটি দিয়েও অবশ্য দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। শেষ বলে জেতার জন্য ৩ রান প্রয়োজন পড়লে বাংলাদেশ নিতে পারে ২ রান। তাতে নির্ধারিত ৫০ ওভার শেষে ইংল্যান্ডের মতো বাংলাদেশের ইনিংসও শেষ হয় ২৫৬ রানে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে