X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘দাবায় বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৯, ২২:২২আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২২:৩৩

বেনজীর আহমেদ দাবায় বাংলাদেশের অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছেন র‌্যাবের মহাপরিচালক ও দক্ষিণ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি ড. বেনজীর আহমেদ। মঙ্গলবার র‌্যাবের সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

দেশের ক্রীড়াঙ্গনে এখন ক্রিকেটের দাপট চললেও বেনজীরের বিশ্বাস, আবারও উঠে দাঁড়াবে দেশের দাবা। তিনি বলেছেন, ‘আমি মনে করি দাবায় আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। এখানে যদি আমরা একটা সমর্থক গোষ্ঠী তৈরি করতে পারি, তাদের পাশে দাঁড়ানোর মতো একটা গোষ্ঠী তৈরি করতে পারি, একটা শক্তিশালী স্পন্সর গ্রুপ তৈরি করতে পারি তাহলে দাবায় দ্রুত আমাদের সাফল্য আসতে পারে।’

বাংলাদেশ আরও গ্র্যান্ডমাস্টার পাবে আশাবাদী বেনজীর, ‘শুধুমাত্র একটা টেলিফোন কোম্পানি, একটা ব্যাংক, একটা বড় প্রাইভেট কর্পোরেশন যদি এগিয়ে আসে, তাহলে আমরা আগামী দুই বছরের মধ্যে গ্র্যান্ডমাস্টার পেতে শুরু করবো।’

দাবাকে জনপ্রিয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন জানান তিনি, ‘দাবা ফেডারেশনের সভাপতি হিসেবে দাবাকে জনপ্রিয় করে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমরা একটা প্রাইভেট কর্পোরেশনের সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে স্কুল দাবা স্পন্সর করার জন্য। তাহলে সেখান থেকে ভালো একটা ফলাফল আসবে।’

স্পোর্টস ক্লাবগুলো ঘিরে যে অপকর্ম বা অপরাধ হয়েছে সেগুলো আর হবে না আশ্বাস দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক, ‘স্পোর্টস ক্লাবগুলো ঘিরে যে অপকর্ম আর অপরাধ হয়েছে, আশা করি সেগুলো আর থাকবে না। যেসব ক্লাবে ক্যাসিনো চলতো, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আশা করি ক্লাবগুলো এখন থেকে ক্লিন থাকবে। পরিচ্ছন্নভাবে ক্লাবগুলো পরিচালনা করা হবে। স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা করা হয় খেলাধুলার উন্নয়ন ও বিকাশের জন্য। বর্তমানে খেলাধুলায় পেশাদারিত্ব এসেছে। যেখানে পেশাদারিত্বের বিষয় আছে, সেখানে ক্লাবগুলো পেশাদারিত্বের সঙ্গে খেলাধুলার আয়োজন করবে। খেলাধুলার উন্নয়ন ও বিকাশে কাজ করবে। সব ধরনের অন্যায় আর অপকর্ম থেকে বিরত থাকবে। আর যদি এ ধরনের কাজ আবার করা হয়, তাহলে অতীতে আমরা যেভাবে আইনগত ব্যবস্থা নিয়েছি, সেভাবে আমরা আবার আইনগত ব্যবস্থা নিবো। যদি কেউ অপকর্মের দুঃসাহস দেখায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।’

বেনজীর জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশন ২০২০ সালে দুটি আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার্স দাবা ও ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী এই কর্মসূচি আয়োজনের অনুমতি দিয়েছেন।

/জেইউ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে