X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জমজমাট লড়াইয়ে টেস্ট ফিরলো পাকিস্তানে

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৯, ২০:২৮আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২০:২৯

শাহীন আফ্রিদির উইকেট উদযাপন টি-টোয়েন্টি ও ওয়ানডে ফিরেছে আগেই, এবার পাকিস্তানের মাটিতে ফিরলো টেস্ট ক্রিকেট। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর আরও কোনও টেস্ট হয়নি সেখানে। সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই ক্রিকেটের লম্বা ফরম্যাট ফিরলো পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে প্রত্যাবর্তন টেস্টের প্রথম দিন হলো ব্যাট-বলের জমজমাট লড়াই।

দিনের শুরুতে স্বাগতিকদের ওপর শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা ছড়ি ‍ঘুরালেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরে পাকিস্তান। বৃষ্টির কারণে ২২.৫ ওভার আগেই শেষ হয় প্রথম দিনের খেলা। তার আগে হয়েছে ব্যাট-বলের দারুণ লড়াই। স্বাগতিক পেসারদের তোপে টস জয়ী শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৫ উইকেটে ২০২ রানে।

১০ বছর পর টেস্ট ক্রিকেট ফিরলো পাকিস্তানে। রাওয়ালপিন্ডির এই ম্যাচে টস জয়ী শ্রীলঙ্কার শুরুটা ছিল দুর্দান্ত। দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও ওশাডা ফার্নান্ডো চমৎকার শুরু এনে দেন সফরকারীদের। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৯৬ রান। করুণারত্নেকে ফিরিয়ে শাহীন শাহ আফ্রিদি ভাঙেন এই জুটি।

শাহীনের বলে এলবিডাব্লিউ হয়ে ৫৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন লঙ্কান অধিনায়ক। উদ্বোধনী জুটি ভাঙার পরই এলোমেলো সফরকারীরা। খানিক পরই নাসিম শাহর শিকারে পরিণত হন ওশাডা। পাকিস্তানের ১৬ বছর বয়সী পেসারের বলে ৪০ রান করে তিনি ধরা পড়েন হারিস সোহেলের হাতে।

সুবিধা করতে পারেননি কুশল মেন্ডিস। ১০ রান করে উসমান শিনওয়ারির বলে ফেরেন প্যাভিলিয়নে। শ্রীলঙ্কার বিপদ আরও বাড়ে দিনেশ চান্ডিমালের ফেরাটা বিষাদময় হলে। গত ফেব্রুয়ারিতে অধিনায়কত্ব হারানোর পর প্রথমবার জাতীয় দলে ফেরাটা একেবারেই সুখকর হয়নি চান্ডিমালের। মোহাম্মদ আব্বাসের বলে বোল্ড হয়ে যান মাত্র ২ রান করে।

৯৬ থেকে ১২৭ পর্যন্ত যেতে ৪ উইকেট হারানো সফরকারীদের টেনে তোলেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনাঞ্জয়া ডি সিলভা। কিন্তু দিনের শেষ ভাগে ম্যাথুজের প্রতিরোধ ভাঙে নাসিমের সামনে। এই পেসারের শিকার হয়ে ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাবেক লঙ্কান অধিনায়ক। দিনের বাকিটা অবশ্য পার করে দিয়েছেন ডি সিলভা (৩৮*) ও নিরোশান ডিকবেলা (১১*)।

পাকিস্তানের সবচেয়ে সফল বোলার নাসিম। এই পেসার ৫১ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট শিকার আব্বাস, শাহীন আফ্রিদি ও শিনওয়ারির। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা