X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এবার বাংলাদেশের সমালোচনায় রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২০, ১২:৩০আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১২:৪৬

রমিজ রাজা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুই টেস্টের প্রস্তাবেও সাড়া দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারি অনুমতি না মেলায় দীর্ঘ সফরে পাকিস্তানে যাবে না বলেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি ছাড়াও মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকেও কারণ হিসেবে দেখিয়েছে বিসিবি। পাকিস্তানি সাবেক ক্রিকেটার রমিজ রাজা এমন যুক্তির সমালোচনা করেছেন।  আইসিসির হস্তক্ষেপও কামনা করেছেন এই সাবেক ক্রিকেটার।

পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশের অনীহার পর থেকেই সমালোচনায় মুখর সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। বাংলাদেশ সেখানে খেলতে যেতে রাজি হলেও চায় শুধু সংক্ষিপ্ত সফর।

শুরুতে বাংলাদেশের প্রস্তাব ছিল পাকিস্তানে প্রথমে তিনটি টি-টোয়েন্টি খেলেই পরে টেস্ট খেলবে। সেই প্রস্তাব পেয়ে পিসিবিও বিসিবিকে পাল্টা প্রস্তাব দেয়। তাতে টি-টোয়েন্টি বাদ দিয়ে আহ্বান জানানো হয় আগে টেস্ট সিরিজ খেলে আসার। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে দল পাঠানোর সরকারি অনুমতি মেলেনি বিসিবির।

এই যুক্তি হতবুদ্ধি করে দিয়েছে রমিজ রাজাকে! ইউটিউবের এক ভিডিও পোস্টে তিনি বলেছেন, ‘আমি বুঝতে পারছি না, বাংলাদেশ কীভাবে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে করাচি ও রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে আপত্তি জানায়। তেমনটি হলে এশিয়ার পরিস্থিতি কোনোভাবেই ভালো বলা যাবে না, তাহলে এশিয়াতেই ক্রিকেট হওয়া উচিত নয়। একইভাবে ইংল্যান্ডে ছুড়ি নিয়ে হামলা, অস্ট্রেলিয়ায় দাবানল হচ্ছে। তাই বাংলাদেশের এই যুক্তি আমাকে হতবুদ্ধিই করেছে।’

তিনি অবশ্য পাকিস্তান সরকারের পক্ষ নিয়েই বলেছেন, ‘পাকিস্তান সরকার কিন্তু পরিষ্কার করে দিয়েছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে পুরোপুরি নিরপেক্ষ থাকবে পাকিস্তান।’ তাই তিনি মনে করেন পরিস্থিতি সামলাতে আইসিসির হস্তক্ষেপ প্রয়োজন, ‘আমার মনে হয় আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। এরই মধ্যে পাকিস্তানে তারা আম্পায়ার ও ম্যাচ অফিসিয়াল পাঠিয়েছে, তার মানেই হলো পাকিস্তান নিরাপদ।’

নিরাপত্তা নিয়ে বাংলাদেশকে আশ্বস্ত করতে শ্রীলঙ্কার উদাহরণ টেনেছেন রমিজ, ‘পাকিস্তান আশ্বস্ত করেছে বাংলাদেশকে রাষ্ট্রপতি মর্যাদার নিরাপত্তা দেওয়া হবে। শ্রীলঙ্কা কিন্তু টেস্ট সিরিজে এই নিরাপত্তা ব্যবস্থার প্রশংসাও করেছে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা