X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উয়েফার বর্ষসেরা দলে রিয়ালের কেউ নেই

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২০, ১৮:৫৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৯:০০

উয়েফার বর্ষসেরা দলে রিয়ালের কেউ নেই ইউরোপিয়ান কাপ নাম পাল্টে চ্যাম্পিয়নস হওয়ার পর প্রথম দল হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ের অনন্য কীর্তি গড়েছে রিয়াল মাদ্রিদ। স্বাভাবিকভাবেই ২০১৬ থেকে ২০১৮ সালের উয়েফা বর্ষসেরা একাদশে ছিল মাদ্রিদের ক্লাবটির জয়জয়কার। সেই দলটিরই কোনও খেলোয়াড়ের জায়গা হয়নি এবারের একাদশে! ফুটবলভক্তদের ভোটে গড়া ২০১৯ সালের বর্ষসেরা দলে রিয়ালের ঘর ফাঁকা।

রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার অবশ্য দুজন আছেন। সেই দুজন লিওনেল মেসি ও ফ্রেঙ্কি ডি ইয়ং আবার   শুধু লা লিগারই প্রতিনিধি। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের বাজে পারফরম্যান্সে রিয়ালের কোনও খেলোয়াড়ের জায়গা হয়নি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার শেষ ষোলো থেকে ছিটকে গিয়েছিল ‘লস ব্লাঙ্কোস’।

একাদশে জায়গা হয়নি কিলিয়ান এমবাপ্পেরও। তবে চ্যাম্পিয়নস লিগজয়ী লিভারপুলের দুই ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও রবের্তো ফিরমিনোর না থাকাটাও বিস্ময়কর।

অবশ্য ২০ লাখ ফুটবলপ্রেমীর ভোটে গড়া একাদশে লিভারপুলেরই দাপট। ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত উয়েফা প্রতিযোগিতায় পারফরম্যান্সের বিচারে ইংলিশ ক্লাবটির প্রতিনিধি পাঁচজন। রক্ষণের প্রায় পুরোটাই চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের দখলে। গোলবারের নিচে আলিসন, রক্ষণে রয়েছেন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ভার্জিল ফন ডাইক ও অ্যান্ড্রু রবার্টসন। আর আক্রমণভাগে আছেন সাদিও মানে। রক্ষণের অন্য নামটি জুভেন্টাসের ডাচ ডিফেন্ডার মাথিয়াস ডি লিখট।

৪-২-৪ ছকে সাজানো একাদশে মাঝমাঠের দায়িত্বে ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা ও বার্সেলোনার ডি ইয়ংয়ের। আর আক্রমণভাগে মানের সঙ্গে রয়েছেন মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও বায়ার্ন মিউনিখের রবার্ত লেভানদভস্কি।

উয়েফার বর্ষসেরা একাদশ: আলিসন; ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, মাথিয়াস ডি লিখট, ভার্গিল ফন ডাইক, অ্যান্ড্রু রবার্টসন; কেভিন ডি ব্রুইনা, ফ্রেঙ্কি ডি ইয়ং; লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, রবার্ত লেভানদভস্কি, সাদিও মানে।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা