X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে ভিন্ন কৌশল, বলছেন জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২০, ১৭:৪৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৭:৪৪

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্য জামালের ফিলিস্তিনের বিপক্ষে রক্ষণ জমাট রেখে খেলেছে শ্রীলঙ্কা। ৬ জন ডিফেন্স লাইনে থেকে পাহারা দিয়েছিল গোলপোস্ট। কিন্তু শেষ রক্ষা হয়নি। বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচের যোগ হওয়া সময়ে অচলাবস্থা ভেঙে জিতে নেয় ম্যাচ। ওই ম্যাচ দেখে বাংলাদেশ  আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে রণকৌশল বদলাতে যাচ্ছে। স্বাগতিকদের কাছে এ ম্যাচ যে অগ্নিপরীক্ষা।

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে যেতে হলে ম্যাচ জিততে হবে। না হলে নকআউট পর্বে ওঠা কঠিন হয়ে যেতে পারে। তবে লাল-সবুজ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া কোনও অনিশ্চয়তায় পড়তে চান না। তুলে নিতে চান পুরো তিন পয়েন্ট।

‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও পয়েন্ট নিতে পারেনি বাংলাদেশ। উল্টো খেতে হয়েছে দুই গোল। লঙ্কানদের বিপক্ষে এমনটি হতে দিতে চান না জামাল। মধ্যমাঠের এই কান্ডারি দিচ্ছেন প্রতিশ্রুতি, ‘আমাদের লক্ষ্য সেমিফাইনালে খেলা। প্রথম ম্যাচে আমরা ভালো খেলেও জিততেও পারিনি। অন্তত এই ম্যাচে তা হতে দিতে চাই না। নিজেদের ডিফেন্স ঠিক রেখে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে হবে। আশা করছি এ ম্যাচে আমরা গোল পাবো।’

তবে প্রতিপক্ষকে কোনও অবস্থাতেই অশ্রদ্ধা করছেন না বাংলাদেশ অধিনায়ক, ‘লঙ্কানরা রক্ষণ আগলে রেখে খেলে। আগের ম্যাচে ওদের ৬ জন ছিল রক্ষণে। ফিলিস্তিন বল দখলে এগিয়ে থেকেও গোল পেতে অনেক সময় নিয়েছে। তাই এই ম্যাচে ফরোয়ার্ডদের দিতে হবে বড় পরীক্ষা ।’

ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও অ্যাটাকিং থার্ডে গিয়ে ফাইনাল পাস তেমন দিতে পারেনি। মাঝমাঠ থেকে সৃষ্টিশীল পাস দেখা যায়নি। যা থেকে ফরোয়ার্ডরা গোলের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। তবে ফরোয়ার্ডরাই কিন্তু জামালের কাঠগড়ায়, ‘কীভাবে ফাইনাল পাস দেবো? ওই পজিশনে তো ফরোয়ার্ডদের থাকতে হবে। তাহলেই তো আমরা কিছু করতে পারবো।’

তবে আগামীকালের ম্যাচে দুজন স্ট্রাইকার নিয়ে খেলার সম্ভাবনা আছে বাংলাদেশ দলের। জামাল ইঙ্গিত দিলেন, ‘এই ম্যাচে আমরা দুজন স্ট্রাইকার নিয়ে খেলতে পারি। ফর্মেশন বদল হতে পারে। সাদ একা কূলিয়ে উঠতে পারছে না। ও ছাড়াও সুফিল-মতিন আছে। তাদের ওপর নির্ভর করতে হবে। লঙ্কানদের তো আমরা এসএ গেমসে হারিয়েছি। আক্রমণে এগিয়ে ছিলাম। ঢাকার ম্যাচেও তেমনই খেলতে চাই।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা