X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

উইলিয়ামসের সেঞ্চুরিতে উদ্ভাসিত জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, ২২:৪৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২২:৪৯

অধিনায়ক উইলিয়ামসের সেঞ্চুরির আনন্দ টেস্ট অভিষেক প্রায় ৭ বছর আগে হলেও অধিনায়কত্ব পেয়েছেন এই সিরিজে। প্রথম টেস্টে তেমন ভালো করতে পারেননি, আউট হয়েছেন ১৮ ও ৩৯ রান করে। তবে দ্বিতীয় টেস্টে জ্বলে উঠে সেঞ্চুরি করেছেন শন উইলিয়ামস।

অধিনায়কের দৃঢ়তায় প্রথম দিন ভালোই কেটেছে জিম্বাবুয়ের। ৬ উইকেটে ৩৫২ রানে দিন শেষ করেছে তারা। কোনও টেস্টের প্রথম দিনে এটাই জিম্বাবুয়ের সর্বোচ্চ রান। আগের রেকর্ডও ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৭ সালে কলম্বোতে ৩৪৪/৮।

হারারে স্পোর্টস ক্লাবে টসজয়ী জিম্বাবুয়ের শুরুটা অবশ্য ভালো হয়নি, ২১ রানে প্রথম আর ৪৯ রানে হারিয়েছে দ্বিতীয় উইকেট। এরপর আগের ম্যাচে মাথায় আঘাত পাওয়া কেভিন কাসুজাকে নিয়ে প্রতিরোধ গড়েছেন ব্রেন্ডন টেলর।

কাসুজার (৩৮) বিদায়ে ভেঙেছে ৬৫ রানের জুটি। ১৯ রান যোগ হতে টেলরও আউট। ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৬২ বলে ১০টি চার ও একটি ছক্কায় ঠিক ৬২ রান করেছেন স্বাগতিকদের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান।

এরপরই দিনের সেরা জুটির জন্ম। সিকান্দার রাজার সঙ্গে উইলিয়ামসের ১৫৯ রানের জুটির সৌজন্যেই জিম্বাবুয়ে স্বস্তিতে। সিকান্দার ৭২ রানে আউট হলেও উইলিয়ামস ফিরেছেন দ্বিতীয় সেঞ্চুরির তৃপ্তি নিয়ে। ১৩৭ বলে ১০৭ রানের অধিনায়কোচিত ইনিংসটি সাজানো ১০ চার ও ৩ ছক্কায়।

দিন শেষে রেগিস চাকাবভা ৩১ এবং অভিষিক্ত টিনোটেন্ডা মুতোমবোদজি ১০ রানে অপরাজিত।

সংক্ষিপ্ত স্কোর: প্রথম দিন শেষে

জিম্বাবুয়ে: প্রথম ইনিংস ৩৫২/৬ (মাসভোরে ৯, কাসুজা ৩৮, আরভিন ১২, টেলর ৬২, উইলিয়ামস ১০৭, সিকান্দার ৭২, চাকাবভা ৩১*, মুতোমবোদজি ১০*; লাকমল ২/৩১, ডিসিলভা ২/৬৭, কুমারা ১/৪৬, এম্বুলদেনিয়া ১/১৫৩)

/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ